কদমতলাঃ গ্রামীণ ফুটবল খেলাকে কেন্দ্র করে মারপিটে তীব্র উত্তেজনা। আহত উভয় পক্ষের নয়। তারমধ্যে চার জনের অবস্থা গুরুতর। মামলা পাল্টা মামলা ঘটনা উত্তর জেলার কদমতলা থানাধীন বাঙ্গালজুম চার নং ওয়ার্ডে। ঘটনার বিবরণে জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার বাঙ্গালজুম এলাকায় গ্রামীণ ফুটবল খেলা চলছিল।তখন ফুটবল পাসিং নিয়ে দুই পক্ষের মাঝে বাকবিতণ্ডা বাঁধে। পরবর্তীতে তা পারিবারিক ভাবে মারপিটে রুপ নিলে এক পক্ষের সাত জন আহত হয়।আহতরা যথাক্রমে রাজিব তাঁতি (৩৬),সুরজ তাঁতি (২০),নরেশ তাঁতি (৪০),দুলু তাঁতি (২৮),সুজিত তাঁতি (১৫),অমৃকা তাঁতি (৪০) ও কুমারী তাঁতি (৩০)।সাথে অপর পক্ষের দুই জন অল্পবিস্তর আঘাত প্রাপ্ত হয়। যদিও তাদের নাম জানা যায় নি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কদমতলা থানা ও প্রেমতলা দমকল কর্মীরা। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে কদমতলা সামাজিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চারজনের অবস্থা আশঙ্কাজনক দেখে ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করেন।বাকিরা কদমতলা হাসপাতালেই চিকিৎসাধীন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। পাশাপাশি স্হানীয় থানায় উভয় পক্ষের তরফে মামলা পাল্টা মামলা রুজু হয়েছে।গোটা ঘটনা নিয়ে পুলিশ তদন্তে নেমেছে।