ধর্মনগরঃ এই সমাজে মানুষের নিরাপত্তা দিতে যতটুকু দায়িত্ব পালন করছে পুলিশ, টিএসআর,দমকল বাহিনী ঠিক একই ভাবে কাজ করে চলেছে সাংবাদিকরাও। যার এক উদাহরণ পাওয়া গেলো শনিবার সন্ধ্যায়।এদিন সন্ধ্যায় উত্তর জেলার ধর্মনগর রাজবাড়ি ট্রাই জংশনে একটি ই-রিক্সা মাঝ রাস্তায় হঠাৎ উল্টে যায়।ঘটনাটি পত্যক্ষ করে স্থানীয় লোকজন ই- রিক্সার নিচ থেকে প্রচণ্ড মদমত্ত অবস্থায় চালক প্রসেঞ্জিত নাথ(৩৪)কে উদ্ধার করেন।বেশ কিছু সময় ই-রিক্সার চাবি আটকে রাখা হয় তাতে চালকের নেশা কমার জন্য।কিন্তু যতো সময় গড়াচ্ছিল ততোই চালকের নেশা বাড়তে শুরু করে। এমতাবস্থায় ই-রিক্সা চালিয়ে বাড়ি যেতে চায় চালক।ঠিক সেই সময় সেখানে উপস্থিত হন ধর্মনগরের সাংবাদিক প্রমথেশ ঘোষ। তিনি তার অবস্থা দেখে তাকে আটকে রেখে ফোন মারফৎ ধর্মনগর থানায় খবর দেন। সাংবাদিক থেকে ফোন পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে মোবাইল বাইক নিয়ে উপস্থিত হয় এক পুলিশ ও টিএসআর কর্মী। অবশেষে সাংবাদিক ও পুলিশের সহযোগিতায় ই-রিক্সা ও মদমত্ত চালককে উদ্ধার করে ধর্মনগর থানায় নিয়ে আসা হয়। এবার কথা হলো,যখন কোন দুর্ঘটনা কিংবা অপ্রীতিকর ঘটনা সংঘটিত হয় তখন পুলিশ,দমকল কর্মী কিংবা সংবাদ কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সকলে নিজ নিজ দায়িত্ব পালন করেন। কিন্তু দুর্ঘটনায় কারো প্রাণ গেলে তা ফিরিয়ে দেওয়া যায়না। তবে এবার দুর্ঘটনা ঘটার পূর্বে ই-রিক্সার চালক কিংবা তার দ্বারা কোন ব্যক্তি আহত হবার পূর্বেই দুর্ঘটনার হাত থেকে হয়তোবা কেউ রেহাই পেলো। এদিকে ধর্মনগর থানার ওসি শিবু রঞ্জন দে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মানবতাকে বাঁচিয়েছে সময় থাকতে যদি পদক্ষেপ নেওয়া না হতো তবে ব্যস্ত শহরে অনেক বড় বিপদ ঘটতে পারতো। তিনি এলাকার জনগণ ও পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।সাথে সাংবাদিক প্রমথেশ ঘোষের এই মানবিক প্রচেষ্টাকে কুর্ণিশ জানিয়েছেন।