Home Uncategorized চিকিৎসক স্বল্পতা সহ বিভিন্ন সমস্যায় জর্জরিত বিশালগড় মহকুমা হাসপাতাল

চিকিৎসক স্বল্পতা সহ বিভিন্ন সমস্যায় জর্জরিত বিশালগড় মহকুমা হাসপাতাল

by News On Time Tripura
0 comment
বিশালগড়

বিশালগড়ঃ

মহকুমা হাসপাতাল হলেও এই হাসপাতালে চাপ রয়েছে একটি জেলা হাসপাতালের মতই। জন সংখ্যার নিরিখে রাজ্যের দ্বিতীয় বৃহত্তম জেলা সিপাহীজলা এখনো একটি জেলা হাসপাতাল থেকে বঞ্চিত। ৯ টি বিধানসভা কেন্দ্র এই জেলার মধ্যে থাকলেও নেই একটি জেলা হাসপাতাল । আর সেই কারনেই এই জেলার বেশ কয়েকটি মহকুমা হাসপাতালের উপর অনেকটাই চাপ রয়েছে । আর তার মধ্যে অন্যতম হচ্ছে বিশালগড় মহকুমা হাসপাতাল । বিশালগড়, চড়িলাম ,কমলাসাগর বিধানসভা সহ মহকুমার বিস্তীর্ন এলাকার মানুষ এই হাসপাতালের উপর নির্ভরশীল। আর এরকম ব্যস্ততম একটি হাসপাতালে একজন ডাক্তার দিয়েই চলছে আউটডোর পরিসেবা। হাসপাতালে বহু রোগী লাইন লাগিয়ে বসে আছেন তাদের সময়ের জন্য। কিন্তু দীর্ঘক্ষন অপেখ্যা করতে হচ্ছে নিজেদের ডাক আসা পর্যন্ত। এই অবস্থায় বিশালগড় মহকুমা হাসপাতালের পরিসেবায় বেজায় ক্ষুব্ধ সাধারন নাগরিক। গ্যাস বা রেশোনের লাইন নয় এখানে নিজেদের বিভিন্ন রোগের চিকিৎসার জন্য এসে লাইনে দাড়ান সাধারন মানুষ। স্বাভাবিক ভাবেই একজন রোগীকে লাইনে দাড় করিয়ে রাখা কোনভাবেই সুষ্ঠ স্বাস্থ্য ব্যবস্থার অঙ্গ হতে পারে না। এর মধ্যে অভিযোগ করলে রোগীদের সাথে করা হচ্ছে খারাপ ব্যবহার। আর এই ক্ষেত্রে ভুমিকা পালন করছে হাসপাতালের নিরাপত্তাক্ষীরা।  শুনুন হাসপাতালের পরিসেবায় অতিষ্ঠ রোগীদের বক্তব্য। শুধুমাত্রই চিকিৎসক স্বল্পতা নয় এই হাসপাতালে উন্নত মানের বহু যন্ত্রপাতি থাকলেও টেকনিশিয়ানের অভাবে সেইগুলি বদ্ধ ঘরে পরে ধুলার সাগরে নিমজ্জিত হচ্ছে। তার পাশাপাশি চিকিৎসকদের জন্য নেই কোয়ার্টারের ব্যবস্থা। ফলে সামান্য অসুবিধা নিয়ে আসা রোগীদের রেফার করে দেওয়া হয় অন্যত্র। আর এইভাবেই রাজনৈতিক পালাবদল থেকে শুরু করে বছরের পর বছর পেড়িয়ে গেলেও বিশালগড় মহকুমা হাসপাতালে সামগ্রিক চিকিৎসা পরিসেবা পাওয়ার বিশালগড়বাসীর স্বপ্ন অধরাই রয়ে গেল।

You may also like