বিশালগড়ঃ দফায় দফায় চলছে সর্বদলীয় বৈঠক। রাজনৈতিক হাই ভোল্টেজ বিধানসভা কেন্দ্র বিশালগড়। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিশালগড় থানায় আবারো এক সর্বদলীয় বৈঠকের আয়োজন করা হয়। শুক্রবার দুপুরে বিশালগড় থানায় আয়োজিত এই বৈঠকে থানার তরফে উপস্থিত ছিলেন বিশালগড় থানার ওসি বাদল চন্দ্র সাহা, ইন্সপেক্টর বিশ্বজিৎ দাস, সব ইন্সপেক্টর সঞ্জন মজুমদার এবং রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএম মহকুমা সম্পাদক মন্ডলীর সদস্য তপন দেবনাথ, দিপক পাল, বিজেপি বিশালগড় মন্ডল সদস্য শ্যামল দেবনাথ, বাপি সাহা, তিপ্রা মথা দলের পান্ডব দেব্বর্মা, মনোরঞ্জন দেব্বর্মা, কংগ্রেস দলের সমরজীৎ ভট্টাচার্য, তৃনমূল কংগ্রেসের হারাধন দেবনাথ। বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিশালগড় থানার ওসি বাদল চন্দ্র সাহা বলেন আসন্ন ২০২৩ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে থানা এলাকায় যেন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, এবং সৌভাতৃত্ববোধ বজায় থাকে এই কারনেই এদিনের এই বৈঠকের আয়োজন করা হয়।