
কৈলাশহর ঃ রাজ্যে উন্নয়নের কাজ চলছে বলে শাসক দলের দাবী। তবে কাজ হলেও বিভিন্ন জায়গায় তার গুনগত মান নিয়ে প্রশ্ন তুলছে সাধারন জনগন। এবার কৈলাশহর পুরো পরিষদের অধীনে 14নং ওয়ার্ডের দূর্গাপুরে নেতাজি মেমোরিয়াল ক্লাবের সামনের রাস্তা সংস্কারের কাজ চলছে। আর সেই কাজের বরাত পান কৈলাশহরের এক জনৈক ঠিকাদার। কিন্তু আজ সকালে ঐ এলাকায় অতি নিম্নমানের কাজের অভিযোগ তুলে বিক্ষোভ প্রদর্শন করল এলাকাবাসী। এলাকাবাসীদের অভিযোগ রাস্তাটির উচ্চতা দুই ইঞ্চি করার কথা থাকলেও অধিকাংশ স্থানেই তা মানা হচ্ছে না। শুধু তাই নয় কাজ চলাকালিনই বিভিন স্থানে রাস্তার চিপস উঠে যাচ্ছে।
এদিকে বিক্ষোবের ঘটনার খবর পেয়ে ছুটে আসেন এসডিএম। উনি এসে নিজেই দেখে যান রাস্তার কাজের বাস্তব চিত্র। এলাকাবাসীরা জানান রাস্তার কাজ সুষ্ঠুভাবে সম্পূর্ণ না হয় পরবর্তিতে কাজ বন্ধ করে দেওয়া হবে বলে । আজকের এই বিক্ষুব প্রদর্শনে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী তপন দাস, দিলীপ ধর সহ স্থানীয় এলাকাবাসী ।