Home বিনোদন ‘বেশরম রং’ গানে পোশাক বিতর্ক ! দীপিকা পাড়ুকোনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

‘বেশরম রং’ গানে পোশাক বিতর্ক ! দীপিকা পাড়ুকোনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

by News On Time Tripura
0 comment
দীপিকা পাড়ুকোন

নয়াদিল্লি: দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হল মুম্বইয়ের সাকিনাকা পুলিশ স্টেশনে (Sakinaka Police Station)। ‘পাঠান’-এর (Pathaan) ‘বেশরম রং’ (Besharam Rang) গানে গেরুয়া বিকিনি পরেছেন অভিনেত্রী, তার প্রতিবাদেই অভিযোগ। শনিবার সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, অভিযোগে ছবির প্রযোজক, পরিচালক, অভিনেতা এবং অভিনেত্রীর বিরুদ্ধে একটি ফার্স্ট ইনফর্মেশন রিপোর্ট (FIR) দায়ের করার অনুরোধ করা হয়েছে।দীপিকার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়েরদীপিকা পাড়ুকোনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে FIR-এর করার অনুরোধ করা হয়েছে। তবে পুলিশের তরফে কোনও FIR দায়ের করা হয়নি এখনও। এক সংবাদ সংস্থা সূত্রে খবর, কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি সাংসদ গিরিরাজ সিংহ শনিবার ‘পাঠান’ অভিনেতা শাহরুখ খানকে ইসলাম এবং হজরত মহম্মদের জীবন নিয়ে একটি সিনেমা তৈরি করার চ্যালেঞ্জ জানিয়েছেন।

You may also like

Subscribe

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato