Home Uncategorized ১৭ বছর ধরে চলছে ব্রীজ নির্মানের কাজ । এলাকাবাসীর প্রশ্ন আর কতদিনে শেষ হবে..?

১৭ বছর ধরে চলছে ব্রীজ নির্মানের কাজ । এলাকাবাসীর প্রশ্ন আর কতদিনে শেষ হবে..?

by News On Time Tripura
0 comment

সাব্রুমঃ

দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে অর্ধ সমাপ্ত হরিণা চালিতাছড়ি ব্রিজটির কাজ সম্পন্ন করার দাবিতে শুক্রবার ভোর থেকে হরিনা এলাকায় জাতীয় সড়ক অবরোধে বসে স্থানীয় জনগণ।
সাব্রুম-আগরতলা ৮ নং জাতীয় সড়কের পাশ দিয়ে বয়ে চলা মনু নদীর উপর দিয়ে একটি ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়েছিল আজ থেকে প্রায় ১৭ বছর আগে। কিন্তু বাম শাসনের অবসানের পর রাম শাসনের‌ ছয় বছর অতিক্রান্ত হয়ে গেলেও ব্রিজের নির্মাণ কাজ এখন‌ও শেষ হয়নি। এই ব্রিজটি চালিতাছড়ি এলাকার কয়েক হাজার মানুষের চলাচলের একমাত্র পথ। নির্মীয়মান ব্রিজটির পাশ দিয়ে একটি ফুটব্রিজ ছিল। কিন্তু সেটিও গত বর্ষায় বন্যার জলে ভেসে যায়। যার ফলে জীবন ঝুঁকি নিয়ে এলাকার জনগণ থেকে শুরু করে কোমলমতি ছাত্র-ছাত্রীরা স্কুলে পড়ি দিচ্ছে। এ বিষয়ে এলাকার জনগণ দফায় দফায় জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকদের কাছে আবেদন নিবেদন করেও কোন ফল না পাওয়ায়, অবশেষে শুক্রবার সকাল থেকে জাতীয় সড়ক অবরোধ বসে এলাকাবাসী। অবরোধে ছাত্র-ছাত্রীরাও অংশগ্রহণ করে।
অবশেষে বেলা দশটা পর্যন্ত অবরোধ চলার পর প্রশাসনের হস্তক্ষেপে এনবিসিসি এর ডেপুটি জেনারেল ম্যানেজার আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে ব্রিজটির নির্মাণ কাজ শেষ করা হবে বলে লিখিত প্রতিশ্রুতি দিলে জাতীয় সড়ক অবরোধ প্রত্যাহার করে এলাকার জনগণ।

You may also like

Subscribe

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato