ধর্মনগরঃ
পরিশ্রুত পানীয় জল ও বিদুৎ এর দাবিতে দিশেহারা হয়ে রাজপথে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধে বসলেন দুই ওয়ার্ডের জনগণ। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন ধর্মনগর পৌর পরিষদের ১২ এবং ১৩ নং ওয়ার্ডে।জানা গেছে,বৃহস্পতিবার সন্ধ্যার পর ধর্মনগর পৌর পরিষদের ১২ এবং ১৩ নং ওয়ার্ডের বাসিন্দা পরিশ্রুত পানীয় জল ও বিদুৎ এর যন্ত্রনায় অতিষ্ঠ হয়ে ধর্মনগর দূর্গাপুর মুল সরকের উপর টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বসেন।জানা গেছে,ঐ দুই ওয়ার্ডে প্রায় কয়েকশো পরিবারের বসবাস।স্হানীয় এলাকাবাসীরা কিছুদিন পর পর একদিকে যেমন বিদ্যুৎ অন্যদিকে তেমনি জলের জন্য হাহাকার হয়ে বিভাগীয় দপ্তরের আধিকারিকদের কাছে কড়া নাড়লেও কাজের কাজ কিছুই হয় নি।যখনই কয়েক পশলা বৃষ্টি পড়ে বা সামান্য দমকা হাওয়া বয় ঠিক তখনই কয়েক ঘণ্টার জন্য বিদ্যুৎ চলে যায় বলে অভিযোগ।অনুরুপ গতকাল অর্থাৎ বুধবার রাতে ধর্মনগর এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টিপাত হবার পর ঐ দুটি ওয়ার্ডের বিদ্যুৎ সংযোগ চলে যায়। কিন্তু পরদিন অর্থাৎ বৃহস্পতিবার গোটা দিন পেরিয়ে গিয়ে সন্ধ্যা নেমে আসলেও বিদ্যুৎ এর আর দেখা মিলেনি। তাই দুই ওয়ার্ডের জনগণ এদিন সন্ধ্যা ছয়টা থেকে পথ অবরোধ করার সিদ্ধান্ত নেন।অবশেষে রাত নয়টা নাগাদ পুলিশ ও বিভাগীয় দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে পথ অবরোধকারীদের আশ্বস্ত করেন যে,খুব শীঘ্রই তাদের জল ও বিদ্যুৎ এর সমস্যা নিরসন করা হবে।এদিকে পথ অবরোধের প্রায় তিন ঘন্টা পর অবরোধ মুক্ত হয়।ফলে যাত্রী দূর্ভোগ পোহাতে হয় চরমে।