শান্তিরবাজারঃ
রাজ্যভিত্তিক হস্ততাত মেলার শুভসূচনা করলেন ত্রিপুরার ট্রাইবেল ওয়েলফেয়ার দপ্তরের মন্ত্রী বিকাশ দেব্বর্মা। পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া, শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, মনু বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলাফ্রু মগ, শান্তির বাজার মহকুমাশাসক অভেদানন্দ বৈদ্য, শান্তির বাজার পৌর পরিষদের চেয়ারম্যান স্বপ্না বৈদ্য, ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা সহ অন্যান্যরা। আজকের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা হস্ততাঁত শিল্পের বিভিন্ন দিকগুলো সম্পর্কে কিছু বক্তব্য সকলের সামনে তুলে ধরেন। রাজ্য সরকার কিভাবে হস্ততাঁত শিল্পের মাধ্যমে লোকজনদের আর্থিক দিক দিয়ে সাবলম্বী করতে পারে তানিয়ে প্রতিনিয়ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান বক্তারা। শান্তিরবাজার দ্বাদশশ্রেনী বিদ্যালয় মাঠে এইবছর মেলাটি দ্বীতিয় বছরে পদার্পন করেছে। ১৪ দিনব্যাপী চলবে এইমেলা। মেলাকে কেন্দ্রকরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হস্ততাঁত শিল্পের তৈরী বিভিন্ন সামগ্রী নিয়ে স্টল সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা।