ধর্মনগরঃ
পাঁচ দফা দাবি সনদের ভিত্তিতে উত্তর ত্রিপুরা জেলার যুবরাজ নগর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করলো সারা ভারত গনতান্ত্রিক নারী সমিতির ধর্মনগর মহকুমা কমিটি। সোমবার দুপুর আড়াইটা নাগাদ সারা ভারত গনতান্ত্রিক নারী সমিতির ধর্মনগর মহকুমা কমিটির সবিতা রানী নাথ,বিজিতা নাথ,মমি রানী নাথের নেতৃত্বে এক প্রতিনিধি দল যুবরাজ নগর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক নুরুজ্জামান ইসলামের নিকট এক ডেপুটেশনে মিলিত হন। পাঁচ দফা দাবি নিয়ে ডেপুটেশনের প্রতিলিপি সমষ্টি উন্নয়ন আধিকারিকের হাতে তুলে দেন সারা ভারত গনতান্ত্রিক নারী সমিতির ধর্মনগর মহকুমা কমিটির সদস্যরা। এদিকে পাঁচ দফা দাবি দাওয়ার মধ্যে হল,এম এন রেগা প্রকল্পে দুইশো দিনের শ্রম দিবস ও ছয়শত টাকা মজুরি প্রদান করা। কাজের সাথে সাথে মজুরি প্রদানের ব্যবস্থা গ্রহন করা।এম এন রেগা প্রকল্পে রাজনৈতিক দলীয় করন বন্ধ করা। নিয়মিত সামাজিক ভাতা প্রদান ও ভাতা প্রাপকদের সংখ্যা বৃদ্ধি করা ইত্যাদি। এদিনের ডেপুটেশন শেষে সারা ভারত গনতান্ত্রিক নারী সমিতির ধর্মনগর মহকুমা কমিটির সদস্যা তথা বাগবাসা বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়িকা এক সাক্ষাৎকারে বলেন, তাদের দাবি দাওয়া গুলি যথাযথ ভাবে পূরনের আশ্বাস প্রদান করেছেন সমষ্টি উন্নয়ন আধিকারিক। তাছাড়া যে দাবি গুলি সমষ্টি উন্নয়ন আধিকারিকের হাতে নেই সেগুলি রাজ্য সরকারের দৃষ্টি গোচর করবেন বলেও তাদের আশ্বস্ত করেছেন সমষ্টি উন্নয়ন আধিকারিক।