জোলাইবাড়িঃ
জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের সার্বিক উন্নয়নে কাজকরেযাচ্ছেন মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রকে সাজিয়ে তুলতে কাজকরে যাচ্ছেন জোলাইবাড়ী বিজেপির মন্ডল সভাপিত অজয় রিয়াং ও মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। রাজ্যসরকার ও কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক কর্মসূচীগুলি সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছেকিনা তাও প্রতিনিয়ত দেখাশুনা করছেন মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। উন্নয়নমূলক কর্মসূচীগুলি সঠিকভাবে বাস্তবায়িত করতে বৃহস্পতিবার জোলাইবাড়ী ব্লকের কনফারেন্সহলে এক আলোচনাসভা অনুষ্ঠীত করাহয়। জোলাইবাড়ী ব্লকের অধীনে সমস্ত পঞ্চায়েতের প্রতিনিধিদের নিয়ে আজকের রিভিউ মিটিং অনুষ্ঠীত করাহয়। এই মিটিং এর মাধ্যমে সমস্ত পঞ্চায়েতে উন্নয়নমূলক কর্মসূচীগুলি সঠিকভাবে বাস্তবায়িত হয়েছেকিনা বা যেসকল কাজ এখনো সমাপ্তিহয়নি সেগুলো দ্রুততার সহিত সমাপ্তি করার জন্য আলাচনার মাধ্যমে বলাহয়। আজকের এই আলোচনাসভা আলোচনাশেষে বিভিন্ন পঞ্চায়েতের কাজের উপর ভিত্তিকরে পঞ্চায়েত প্রতিনিধিকে পুরষ্কৃত করাহয়। আজকের এই আলোচনাসভায় উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া, জোলাইবাড়ী ব্লকের সমষ্টিউন্নয়ন আধিকারিক মানস ভট্টাচার্য্য, ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রবি নমঃ, ভাইস চেয়ারম্যান তাপস দত্ত, বি এস সির চেয়ারম্যান অশোক মগ সহ অন্যান্যরা। আজকের এই রিভিউমিটিং সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে কিছু বক্তব্য তুলেধরলেন মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া।