Home ত্রিপুরা সাংসদের হাতে উদ্বোধন গন্ডাছড়া যুব সংঘের দূর্গাপুজা

সাংসদের হাতে উদ্বোধন গন্ডাছড়া যুব সংঘের দূর্গাপুজা

by News On Time Tripura
0 comment

গন্ডাছড়াঃ

সাংসদ রেবতি ত্রিপুরার হাত ধরে গন্ডাছড়া যুব সংঘ ক্লাবের পুজো মন্দপের উদ্বোধন। গন্ডাছড়া মহকুমার  বড় বাজেটের পূজোগুলির মধ্যে অন্যতম “যুব সংঘ” এমআর দাস পাড়ার পুজা । এবারের  পূজোর বাজেট প্রায় ৬ লক্ষ টাকা।  ডুম্বুর জলাশয়ের উপর নির্মিত পূজো আয়োজন দেখতে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীদের সমাগম দেখা যায়। পঞ্চমীর দিনের সন্ধ্যায় সাংসদ রেবতী ত্রিপুরার হাত ধরে পূজা মন্ডপের শুভ উদ্বোধন হয়। রেবতী ত্রিপুরার হাত ধরে এবছরের পুজার উদ্বোধন হয় । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবী সমীর রঞ্জন ত্রিপুরা ,আদিত্য সরকার ,গোপাল সরকার ,সজল মল্লিক সহ অন্যান্যরা। একই দিনে গন্ডাছড়া প্রেস ক্লাবের পক্ষ থেকে শারদ সম্মান ২০২২, যা গতবছর প্রাকৃতিক দুর্যোগের কারণে স্থগিত ছিল,  এদিন সন্ধ্যায় সাংসদের হাত ধরে এবং প্রেসক্লাবের সদস্যদের হাত ধরে যুব সংঘ ক্লাবের সদস্যদের হাতে সারদ সম্মান 2022 এর প্রথম পুরস্কারের ট্রফি তুলে দেওয়া হয়।

You may also like