বিলোনিয়াঃ
পুর পরিষদের উদ্যোগে বিলোনিয়া বিদ্যাপীঠ জুনিয়র বেসিক স্কুলের ডাইনিং হলে উদ্বোধন হয় শুক্রবার। ছাত্র ছাত্রীরা মাটিতে বসেই খেত মিড ডে মিল। দীর্ঘদিনের দাবি ছিল এই বিদ্যালয়ে একটি ডাইনিং হল স্থাপনের। শেষ পর্যন্ত বিলোনিয়া পুর পরিষদের উদ্যোগে দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটে। ষষ্ঠীর দিন উদ্বোধন নহল ডাইনিং হলের। বিলোনীয়া পুরপরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপের হাত ধরেই উদ্বোধন হয় ডাইনিং হলটির। এদিনের উদ্ভোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিলোনিয়া পুর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ, বিশিষ্ট সমাজসেবী গৌতম সরকার, পুরপরিষদের শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি অনুপম চক্রবর্তী, সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা। ডাইনিং হল পেয়ে খুশি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।