শান্তিরবাজারঃ
ইন্ডিয়া পোষ্ট অফিসের বিভিন্ন পরিষেবানিয়ে মূলত আজকের এই অনুষ্ঠানটি অনুষ্ঠীত করাহয়। পশ্চিম ত্রিপুরা, সিপাহীজলা, গোমতী জেলা ও দক্ষিন জেলা এই চার জোলাকে কেন্দ্র করে আজকের এই অনুষ্ঠান অনুষ্ঠীত করাহয়। প্রদীপ প্রজ্বলনেরমধ্যদিয়ে আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা করলেন শান্তির বাজার পৌর পরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য, উদ্ভোধকের পাশাপাশি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তির বাজার পৌর পরিষদের সি ই ও তথা শান্তির বাজার মহকুমাশাসক অভেদানন্দ বৈদ্য, পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, কাউন্সিলার শ্যামলাল দেবনাথ, এ এস পি আগরতলা ডিভিশান বিশ্বজিৎ দেবনাথ, এস ডি এ শান্তির বাজার অরিন্দম চক্রবর্তী , এস পি এম শান্তির বাজার কয়াকচান ত্রিপুরা সহ অন্যান্যরা। আজকের এই অনুষ্ঠানে আলোচনার মাধ্যমে পোষ্ট অফিসে সঞ্চয়ের জন্য কি কি স্কীম রয়েছে এবং লোকজনে চিটফান্ডের প্রতারনার স্বীকার যাতে নাহয় তার জন্য পোষ্ট অফিসে অর্থ সঞ্চয়ের জন্য বিভিন্ন স্কীম সম্পর্কে সকলকে অবগত করাহয়। এছারা পোষ্ট অফিসের পক্ষথেকে বিভিন্ন স্কীম সম্পর্কে লোকজনদের জানানোর জন্য ষ্টল খোলাহয়। আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্রকরে উপস্থিত লোকজনদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্যকরাযায়। আজকের এই কর্মসূচী সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানালেন এ এস পি আগরতলা ডিভিশান বিশ্বজিৎ দেবনাথ।
শান্তিরবাজার থেকে বাপী দাসের রিপোর্ট