Home VIDEO পুজায় গনবন্টন ব্যবস্থা নিয়ে শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয়ে গুরুত্বপুর্ন বৈঠক

পুজায় গনবন্টন ব্যবস্থা নিয়ে শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয়ে গুরুত্বপুর্ন বৈঠক

by News On Time Tripura
0 comment

শান্তিরবাজারঃ

আসন্ন দূর্গোৎসবকে কেন্দ্রকরে রাজ্য সরকার সরকারি নায্য মূল্যে বিভিন্ন সামগ্রী লোকজনের কাছে পৌঁছে দেওয়ার ঘোষনা করেছেন। রাজ্যসরকারের এই পরিকল্পনাগুলি সঠিকভাবে বাস্তবায়িত করে লোকজনের কাছে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ গ্রহন করেছে শান্তিরবাজার মহকুমাশাসক। মহকুমাশাসক অভেদানন্দ বৈদ্যের উদ্দ্যোগে মঙ্গলবার মহকুমা শাসকের কনফারেন্স হলে মহকুমার সমস্ত রেশন ডিলারদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠীত করাহয়। এই আলেচনাসভার মাধ্যমে রাজ্যসরকার গ্রাহকদের জন্য দূর্গোৎসব উপলক্ষ্যে কি কি সামগ্রী দেওয়ার কথা ঘোষনা করেছেন এবং কিভাবে এই সামগ্রীগুলি সঠিকভাবে লোকজনদের কাছে পৌঁছে দেওয়াযাবে তানিয়ে আলোচনা করাহয়। আজকের এই আলোচনাসভায় উপস্থিত ছিলেন শান্তির বাজার মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য, শান্তির বাজার পৌর পরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য, ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, বগাফা ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীদাম দাস, জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস দত্ত সহ মহকুমা শাসকের কার্যালয়ের অন্যান্য আধিকারিকরা। আজকের এই আলোচনাসভা সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানালেন মহকুমাশাসক অভেদানন্দ বৈদ্য ।

শান্তিরবাজার থেকে বাপী দাসের রিপোর্ট

You may also like

Subscribe

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato