বিলোনিয়াঃ
মঙ্গলবার দুপুর দুইটায় বিলোনিয়া মহকুমা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে মহকুমা শাসক রতন ভূমিকের পৌরহিত্য বিলোনিয়া মহকুমার অন্তর্গত সকল রেশন ডিলারদের নিয়ে এবং খাদ্য দপ্তরের সকল কর্মচারীদের নিয়ে অনুষ্ঠিত হয় এক প্রস্তুতি ও পর্যালোচনা বৈঠক।আসন্ন শারদ উৎসবকে কেন্দ্র করে রাজ্যে সরকারের খাদ্য দপ্তর দুর্গাপূজা স্পেশাল প্যাকেজ ঘোষণা করেছেন রাজ্যের খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। খাদ্য দপ্তরের আদেশ মূলে মহকুমার অন্তর্গত সকল ডিলারদের নিয়ে অনুষ্ঠিত হয় আজকের এই বৈঠক। রাজ্য সরকার দুর্গাপূজার স্পেশাল প্যাকেজে ভোক্তাদের জন্য প্রতি রেশন কার্ড পিছু এক লিটার সরিষার তেল ১ কেজি মসুর ডাল এক কেজি চিনি 2 কেজি ময়দা ৫০০ গ্রাম সুজি এবং মাথাপিছু ৫০০ গ্রাম আটার দেওয়ার ব্যবস্থা করেছেন। এই সকল সামগ্রী গুলি খাদ্য দপ্তরের উদ্যোগে একটি ক্যানভাস ব্যাগের মধ্যে দেওয়া হবে, রাজ্যের ২০৫৬টি রেশন দোকানে এই সকল খাদ্য সামগ্রী সঠিকভাবে বন্টনের লক্ষ্যে এবং একইভাবে বিলোনিয়া মহকুমার অন্তর্গত সকল রেশন ডিলারদের মাধ্যমে ভোক্তারা যাতে এসকল খাদ্যদ্রব্য সংগ্রহ করতে পারেন এবং তা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে আজকের মহকুমা শাসকের উদ্যোগে এই বৈঠকের আয়োজন করা হয়। মহাকুমা শাসক এই বিষয় গুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা রাখেন ডিলারদের সামনে, ডিলারাও তাদের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন মহকুমা শাসকের সাথে। মহকুমা শাসক এই বৈঠক থেকে আশা রাখছেন রাজ্য সরকারের খাদ্য দপ্তরের পুজো স্পেশাল প্যাকেজের অন্তর্গত বিভিন্ন খাদ্য সামগ্রী গুলি সঠিকভাবে বন্টনের ক্ষেত্রে বিলোনিয়া মহাকুমার অন্তর্গত রেশন ডিলাররা সর্বত্বভাবে সহযোগিতা করবেন এবং তাতে ভোক্তাদেরও সহযোগিতা কামনা করেন। আজকের এই বৈঠকে ঘিরে বিলোনিয়া মহকুমা এলাকার সকল রেশন ডিলার এবং খাদ্য দপ্তরের কর্মচারীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
;