বিশালগড়ঃ
৫ই অক্টোবর আন্তর্জাতিক শিক্ষক দিবসের দিনে সিপাহীজলা জেলায় উদযাপিত হল ৬২তম জাতীয় শিক্ষক দিবস। ৫ই সেপ্টেম্বর সিপাহীজলা জেলার দুটি বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন থাকায় রাজ্যভিত্তিক শিক্ষক দিবসে অংশ গ্রহণ করতে পারেনি সিপাহীজলা জেলা। সেই কারনে ৫ই অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার বিশালগড়ের নতুন টাউনহলে উদযাপিত হয় ৬২তম শিক্ষক দিবস। সিপাহীজলা জেলা শিক্ষা আধিকারিক কার্যালয় এবং বিশালগড় বিদ্যালয় পরিদর্শক কার্যালয়ের যৌথ ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় রাজ্য ভিত্তিক শিক্ষক দিবস। প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সিপাহীজলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত। অনুষ্ঠানে সিপাহীজলা জেলার জম্পুইজলার সুধন্ন দেব্বর্মা মেমোরিয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে রাজ্যস্তরে ক্রিড়া বিষয়ে শ্রেষ্ঠ বিদ্যালয়ের পুরষ্কার তুলে দেওয়া হয়। জেলার পাঁচজন শিক্ষকের হাতে সেরা শিক্ষকের সম্মান তুলে দেওয়া হয়। তাছাড়া বিশালগড় ব্লক এলাকার বিভিন্ন বিদ্যালয় থেকে অবসরপ্রাপ্ত ৪৭ জন শিক্ষক-শিক্ষিকাদের বিদায় সংবর্ধনা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, কমলাসাগর বিধানসভার বিধায়িকা অন্তরা সরকার দেব, বিশালগড় পুর পরিষদের চেয়ারম্যান অঞ্জন পুরকায়স্থ, বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা এন.সি শর্মা, সিপাহীজলা জেলা শিক্ষা আধিকারিক মলয় ভৌমিক। তাছাড়াও উপস্থিত ছিলেন বিশালগড় বিদ্যালয় পরিদর্শক প্রদীপ দেব্বর্মা সহ জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা।