বিশালগড়ঃ সবকা সাথ, সবকা বিকাশের আমলে সিপিআইএম করলে মিলবে না রাস্তা, হাঁটতে হবে জল আর কাঁদা পথে। ক্ষমতার দাপটে এমনই নজির রেখেছেন বাইদ্যাদিঘি পঞ্চায়েতের উপপ্রধান অনুপ সিং। চমৎকার এই দৃশ্যটি বিশালগড় বিধানসভার চন্দ্রনগর পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডে। জানা গেছে দীর্ঘ বহু বছর ধরে সংশ্লিষ্ট পঞ্চায়েতের নদীলাকের ১ নং ওয়ার্ডের এ রাস্তাটি বেহাল দশায় ভুগছিল। একটু বৃষ্টি হলেই জল জমে পড়ে রাস্তায়, হাঁটতে পারছেন না এলাকার মানুষজন। মানুষের দুর্দশার সুরাহা করতে ২০২৩ বিধানসভা নির্বাচনের আগে বিশালগড়ের বিধায়ক ভানুলাল সাহার বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে রাস্তা সংস্কারের টাকা বরাদ্দ করা হয়। অক্টোবর ২০২২ ভিডিও সাহেবের তত্ত্বাবধানে ইঞ্জিনিয়ার বাবু এসে এক নাম্বার ওয়ার্ডের জসিম মিয়ার বাড়ি থেকে গৌতম পালের বাড়ি পর্যন্ত ১০২ মিটার রাস্তার সংস্কারের প্ল্যান নিয়ে যায়। রাস্তার কাজটি শুরু করার আগেই ২০২৩ ত্রিপুরা বিধানসভা নির্বাচনে বিশালগড়ে পরাজিত হয় সিপিআইএম প্রার্থী। গোটা রাজ্যের পাশাপাশি বিশালগড়েও জয়ী হয় বিজেপি। বিশালগড় বিধানসভার বাইদ্যাদীগী পঞ্চায়েতের উপপ্রধান অনুপ সিং দায়িত্ব পায় এলাকার রাস্তা সংস্কারের। অভিযোগ এলাকার সিপিআইএম কর্মীদের বাড়িকে বাদ দিয়ে ধাপে ধাপে নিজের মর্জি মাফিক রাস্তা সারাইয়ের কাজ করছেন উপপ্রধান। ১০২ মিটার রাস্তার কাজে চারটি ভাগে ভাগ করে নিজের ইচ্ছামতো ইট বসিয়েছেন তিনি। সিপিএমের বাড়ি হওয়ায় ১৮ মিটার রাস্তা বাদ দিয়ে কাজ করছেন পঞ্চায়েত উপপ্রধান অনুপ সিং। এলাকার পেরা মিয়া জানান সিপিআইএম আমলেও রাস্তাটি সংস্কার করার সময় বহু রাজনীতি হয়েছিল যেটা বর্তমান আমলেও বাঁধ পড়েনি। তাছাড়া রং দেখে ইট পাতার বিষয়টি মোটেও ভালো ভাবে নিচ্ছেন না এলাকার লোকজন।