বিশালগড়ঃ জাতির জনক মহত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে ২রা অক্টোবর রোটারি ক্লাব অফ আগরতলা স্বচ্ছতা দিবস হিসেবে উদযাপন করে। এরই অঙ্গ হিসেবে এদিন বিশালগড় মহকুমা হাসপাতালে বিভিন্ন কর্মসূচি হাতে নেয় সংস্থার সদস্যরা। মূলত সংস্থার তরফে বিশালগড় মহকুমা হাসপাতালে বৃক্ষ রোপন ও স্বচ্ছতা কর্মসূচিতে অংশ গ্রহণ করা হয়। এদিনের এই কর্মূচিতে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অফ আগরতলার কোষাদক্ষ ডাঃ সর্বানি দেব বর্মন, সংস্থার প্রাক্তন সভাপতি ডাঃ সুবল দেবনাথ, সদস্য সুব্রত বনিক, সুজিত চন্দ সহ অন্যান্যরা।