
ঋষ্যমুখঃ পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু এক ইট ভাট্টা শ্রমিকের। মৃতের নাম ছোটন বির্জা। তার বাড়ি গুজরাটের বিষ্ণুপুর থানাধীন কোরৎ এলাকায়। ঘটনাটি ঘটে সোমবার সকালে ঋষ্যমুখ ব্লকের রতনপুর এলাকার। সে স্থানীয় শিব ব্রিকস ইন্ডাস্ট্রিতে কর্মরত একজন শ্রমিক। সকালে ভাট্টার পাশের একটি পুকুরে স্নান করতে যায় ছোটন। পুকুরের জলে নেমে ডুব দেওয়ার পর আর জল থেকে উঠেনি সে। ডুব দেওয়ার পর ছোটনকে উঠতে না দেখে সেই সময় পুকুরে উপস্থিত লোকেরা সাথে সাথে পুকুরের জলে নেমে খোঁজাখুঁজি শুরু করে। না পেয়ে খবর দেয় বিলোনিয়া দমকল কর্মীদের। খবর পেয়ে ছুটে যায় দমকল কর্মীরা। বহু খোঁজাখুঁজির পর দমকল কর্মীরা প্রায় সাড়ে বারোটা নাগাদ পুকুরের জল থেকে ছোটনকে উদ্ধার করে দমকল কর্মীরা নিয়ে আসে বিলোনিয়া হাসপাতালে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ছোটনকে মৃতঃ বলে ঘোষনা করে। খবর দেওয়া হয় ছোটনের বাড়িতে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।