চড়িলামঃ চড়িলাম মন্ডলের উত্তর মুড়াস্থিত ১৬ নং বুথের নতুন কার্যালয় উদ্বোধন করেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্নু দেববর্মণ। রবিবার সন্ধ্যায় নতূন এই বুথ অফিসের ফিতা কেটে উদ্বোধন করেন তিনি। প্রাক্তন উপমুখ্যমন্ত্রী ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চড়িলামের মন্ডল সভাপতি রাজকুমার দেবনাথ, ১৬ নং বুথের বুথ সভাপতি শ্যামল রায়। নতুন কার্যালয় উদ্বোধন করে ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন জিষ্ণু দেববর্মা। বুথ অফিস উদ্বোধন শেষে ১৬ নং বুথের কার্যকর্তাদের নিয়ে অনুষ্ঠিত হয় একটি সভা। সভায় রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন সহ মন্ডল সভাপতি রাজকুমার দেবনাথ, যুব মোর্চার মন্ডল সভাপতি গোপাল শর্মা, আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সত্যম সরকার, ১৬ নং বুথের বুথ সভাপতি শ্যামল রায়, মন্ডল সম্পাদক রিংকু মিয়া সহ অন্যান্য উপস্থিত ছিলেন।