Home ত্রিপুরা শিক্ষকের মারে আহত আরও এক ছাত্র

শিক্ষকের মারে আহত আরও এক ছাত্র

by News On Time Tripura
0 comment

তেলিয়ামুড়াঃ

শিক্ষাবিজ্ঞানের ভাষায় ছাত্র-ছাত্রীদের সঙ্গে শিক্ষক-শিক্ষিকাদের সম্পর্ক বন্ধুত্ব সুলভ হলেও তেলিয়ামুড়ার বেসরকারি বিদ্যালয় আনন্দমার্গ হাই স্কুলের এক শিক্ষক কর্তৃক সপ্তম শ্রেণি পড়ুয়া এক ছাত্রকে বেধড়ক মারধরের অভিযোগে ব্যাপক প্রতিক্রিয়া শহর জুড়ে। ইতিমধ্যে শারীরিক অসুস্থতার জন্য ওই ছাত্রকে মহকুমা হাসপাতালে চিকিৎসাও করিয়েছে সেই ছাত্রের পরিবার।
ঘটনার বিবরনে জানা যায়,, তেলিয়ামুড়া থানাধীন নেতাজি নগর এলাকার রাজেশ রায়ের পুত্র আরিয়ান রায় নামের সপ্তম শ্রেণী পড়ুয়া ছাত্রকে শুক্রবার আনন্দমার্গ হাই স্কুলের শিক্ষক রাকেশ রায় নামে জনৈক শিক্ষক বেধড়ক মারধর করে, শুধু তাই নয় ওই শিক্ষক নাকি অন্য ছাত্র ছাত্রীদের দিয়েও আরিয়ানের উপর দৈহিক আক্রমণ করে বলে অভিযোগ।
পরবর্তী সময় শুক্রবার রাতে তার মাথায় ও কানে ব্যাথা শুরু হলে পরিবারের লোকজনেরা তাকে হাসপাতালে নিয়ে যায়। এদিকে শনিবার সকালে আরিয়ানের পরিবারের তরফ থেকে সংশ্লিষ্ট বিষয়ে বিদ্যালয়ে গিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ’কে বিষয়টি সম্পর্কে অবগত করলে উপযুক্ত ব্যাবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয় বিদ্যালয়ের তরফ থেকে।
এখন দেখার বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বিদ্যালয় কর্তৃপক্ষ ওই শিক্ষকের বিরুদ্ধে কি ব্যাবস্থা গ্রহণ করে।

You may also like