বিলোনিয়াঃ
ভাইয়ের হাতে রাখী পরিয়ে বোনের আবদার দয়া করে তামাক বেঁচো না । বিলোনিয়ায় তামাকের বিরুদ্ধে অভিনব উদ্যোগ। সমাজকে সচেতন করেই নেশা থেকে মুক্ত হবে আমাদের রাজ্য। আর রাখী বন্ধনের পবিত্র এই উৎসবের সাথে সমাজের এই অভিশাপের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার এক অভিনব উদ্যোগ নিল দক্ষিণ জেলা স্বাস্থ্য দপ্তর। সাথে ছিল বিলোনিয়া বিদ্যাপিঠের ছাত্রছাত্রীরা। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিদ্যালয় নিকটবর্তী ব্যবসায়ীদের হাতে রাখী পড়িয়ে অনুরোধ করে তারা যাতে তামাক জাতীয় দ্রব্যাদি বিক্রি না করে। ছাত্রছাত্রীদের এই উদ্যোগে হতচকিত হয়ে পরেন ব্যবসায়ীরা। অনেকেই স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে ছাত্রছাত্রীদের এই ভুমিকাকে সাধুবাদ জানান। এই অভিনব কর্মসূচির আগে শনিবার দক্ষিণ জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে বিলোনিয়া বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে তামাকের বিরুদ্ধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সুব্রত দাস এবং জেলা তবাকো সেলের আধিকারিক অলক দাস সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা ।