Home ত্রিপুরা ভগ্নদশায় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের অফিস

ভগ্নদশায় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের অফিস

by News On Time Tripura
0 comment

তেলিয়ামুড়াঃ

যারা প্রতিক্ষন মানুষের সেবায় নিয়োজিত। দূর্ঘটনা, আগ্নিকান্ড, দাঙ্গা, হাঙ্গামা প্রতিটি ঘটনার সাথে সাথেই সাধারণ মানুষের সাহায্যার্থে হাজির থাকেন আপাদকালীন দপ্তর তথা অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। তবে তাদের নিরাপত্তাই প্রশ্নের মুখে। ভগ্নদশাগ্ৰস্থ বিপদজনক অবস্থায় রয়েছে তেলিয়ামুড়া অগ্নিনির্বাপক দপ্তরের অস্থায়ী সরকারি আবাস অফিসটি ! সারাইয়ের কোনো উদ্যোগ নেই সংশ্লিষ্ট দপ্তরের। উল্লেখ্য, আটের দশকে ১৯৮৩ সালে বাম সরকারের আমলে তৎকালীন মূখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তী হাত ধরে তেলিয়ামুড়া বাসীর সুবিধার্থে তেলিয়ামুড়া অম্পি চৌমুহনীতে অস্থায়ীভাবে স্থাপন করা হয়েছিল অগ্নিনির্বাপক দপ্তরের অফিসটি। দীর্ঘ প্রায় ৪০ বছর পরও তেলিয়ামুড়া ফায়ার স্টেশনের দৈনতা পূর্বের মতোই বহাল রয়েছে। অল্প বৃষ্টিতেই জল জমে গোটা ফায়ার স্টেশন চত্বর নোংরা জ্বলে থৈথৈ করে। এমনকি কর্মীদের জন্য যথার্থ টয়লেটের ব্যবস্থাও নেই। এমনটাই অভিযোগ দমকল কর্মীদের। তবে এদিকে তেলিয়ামুড়া ফায়ার স্টেশনের ওসি জন্ম হরি জমাতিয়া জানান, তেলিয়ামুড়া ফায়ার স্টেশনের জন্য কয়েকবার জায়গা পরিদর্শন করা হলেও কাজের কাজ কিছুই হয়নি। প্রশ্ন হচ্ছে যাদের উপর সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্ব, তাদের এই বেহাল দশায় রেখে সরকার তাদের কাছ থেকে কিভাবে ভাল পরিষেবার আশা রাখে ?

You may also like

Subscribe

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato