
গন্ডাছড়াঃ রাজ্যের স্বাস্থ্য দপ্তরই আজ আইসিইউতে । রাজ্যজুড়ে সরকারী হাসপাতালগুলিতে চিকিৎসক স্বল্পতা এবং হাসপাতালগুলির বেহাল দশায় দিশেহারা ভাবেই চলছে স্বাস্থ্য দপ্তর। এবার হাসপাতালের ছাদ ভেঙে পড়ল রোগীর উপর। চিকিৎসা করাতে এসে বিপাকে সাধারণ মানুষ। অল্পেতে বড়সড় দূর্ঘটনা থেকে রক্ষা পেল এক শিশু। ঘটনা গন্ডাছড়া মহকুমা হাসপাতালে। বহু পুরানো হাসপাতালের বিল্ডিং এ বড় ধরনের ফাটল ধরেছে। ছাদের প্লাস্টার খুলে খুলে পড়ছে। যেকোন সময় ঘটে যেতে পারে বড় ধরনের দূর্ঘটনা। বুধবার হঠাৎ করেই ম্যালেরিয়া রোগে আক্রান্ত চিকিৎসাধীন এক রোগীর মাথায় ভেঙে পড়ে ছাদের প্লাস্টার। অল্পের জন্য বড় ধরনের দূর্ঘটনা থেকে বাঁচে রোগীটি। গন্ডাছড়ার হাতিরমাথা এলাকার ১২ বছরের জনজাতি শিশুকন্যাটিকে ভর্তী করা হয় বুধবার সকালে। সন্ধ্যায় তার মাথার উপর ভেঙে পড়ে হাসপাতালের ছাদ।

এই ঘটনায় রোগীদের মধ্যে ক্ষোভ এবং একই সাথে আতঙ্কের সঞ্চার হচ্ছে। মহকুমা স্বাস্থ্য আধিকারিকের কাছে জানতে চাইলে তিনি আমাদের প্রতিনিধির কাছে মুখ খুলতে চাননি।