বক্সনগরঃ বক্সনগরে একে একে বিরোধীদের ঘরে সার্জিক্যাল স্ট্রাইক করছে বিজেপি। শাসকদলের ঝড়ো প্রচারের মাঝে একদিকে যেমন অনেকটাই জৌলুসহীন দেখাচ্ছে বিরোধীদের। অন্যদিকে এলাকার বিরোধী শিবিরে হানা অব্যাহত শাসকদলের। উপ নির্বাচনের আগে বক্সনগরে আরও এক চমক বিজেপির। কংগ্রেসের দাপুটে নেতা বিল্লাল মিঞার পর এবার বিজেপির পতাকাতলে সামিল হল এলাকার দাপুটে বাম নেতা, প্রাক্তন বিধায়ক-মন্ত্রী সহীদ চৌধুরীর ভাই ফারুক চৌধুরী। বুধবার বক্সনগর বিধানসভা কেন্দ্রের কুলুবাড়ি পঞ্চায়েত অন্তর্গত ৫নং ওয়ার্ডে এক উঠান সভায় অংশগ্রহণ করেন ভারতীয় জনতা যুবমোর্চার প্রদেশ সভাপতি নবাদল বনিক, বিজেপি মনোনীত প্রার্থী তফাজ্জল হোসেন এবং বিজেপি নেতা সুবল ভৌমিক। সেই সভায় সিপিআইএম নেতা প্রাক্তন মন্ত্রী শহীদ চৌধুরীর ভাই ফারুক চৌধুরী সহ ৪০জনের অধিক ভোটার সিপিআইএম ছেড়ে বিজেপিতে সামিল হয়।
নবাগতদের দলে বরন করে নেন নবাদল বনিক।