Home ত্রিপুরা অবৈজ্ঞানিক প্রথায় জাতীয় সড়ক নির্মান অভিযোগ

অবৈজ্ঞানিক প্রথায় জাতীয় সড়ক নির্মান অভিযোগ

by News On Time Tripura
0 comment

ঋষ্যমুখঃ অবৈজ্ঞানিক প্রথায় জাতীয় সড়ক নির্মানের কাজের ফলে ক্ষতিগ্রস্থ হচ্ছে স্থানিয় নিবাসী সহ কৃষকরা। প্রায় তিন বছর ধরে জাতীয় সড়ক নির্মানের কাজ চলছে। আর এই তিন বছরে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে স্থানীয় নিবাসীদের। অভিযোগ করে এবং অবরোধ করেও কোন লাভ হয়নি। দক্ষিণ ত্রিপুরার ঝেরঝেরি থেকে জোলাইবাড়ি জাতীয় সড়কে নিন্মমানের কাজ এবং অবৈজ্ঞানিক প্রথায় রাস্তা নির্মাণের ফলে ক্ষতিগ্রস্থ এলাকাবসী সোমবার ঋষ্যমুখ ব্লকের দক্ষিণ সোনাইছরি এলাকায় পথ অবরোধ করে। প্রায় তিন বছর ধরে ঝড়ঝরি থেকে জোলাইবাড়ি পর্যন্ত জাতীয় সড়ক NH 108 (A) এর নির্মাণ কাজ চলছে। ঝাড়খন্ডের সতীশ প্রাসাদ কনস্ট্রাকশন এই কাজে নিযুক্ত। রাস্তার গুণগতমান ঠিক করা এবং রাস্তার দুই পাশে ড্রেন নির্মাণ করার জন্য এলাকার জনগন চারবার রাস্তা অবরোধ করে। অপরিকল্পিত ভাবে রাস্তা নির্মাণের ফলে বর্ষার দিনে জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় আশেপাশের অনেক পুকুর জলে ভেসে যায়। বাড়ি ঘর জলমগ্ন হয়ে পড়ে। জল জমে এই বছর প্রায় ৫০ কানি ধানি জমির ফসল নষ্ট হয়েছে। চরম ক্ষতির সম্মুখীন কৃষকরা। তবে বারবার প্রতিবাদ করলেও কোন হেলদোল নেই সরকারের । ফলে বাধ্য হয়ে আরও একবার পথ অবরোধ করেই নিজেদের প্রতিবাদ সরকারের সামনে তুলে ধরেন এলাকাবাসী। পরে স্থানীয় পুলিশ এবং মহকুমা আধিকারিকরা এলাকাবাসীদের সাথে কথা বলে অবরোধ তুলতে চাইলে প্রাথমিক পর্যায়ে এলাকাবাসী না মানলেও পরে পথ অবরোধ মুক্ত করতে বাধ্য হয়।

You may also like

Subscribe

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato