Home ত্রিপুরা কুমারঘাটে রাখি উৎসব

কুমারঘাটে রাখি উৎসব

by News On Time Tripura
0 comment

কুমারঘাটঃ সামনেই রাখি উৎসব। ভাই বোনের পবিত্র সম্পর্কের পাশাপাশি সমাজে সৌভ্রাতৃত্ব এবং সম্প্রীতির মেলবন্ধনকে ত্বরান্বিত করে এই উৎসব। আসন্ন রাখিপূর্ণিমা উৎসবকে সামনে রেখে  কুমারঘাটের নিদেবী স্থিত  প্রজাপিতা ব্রহ্মাকুমারীর মন্দির প্রাঙ্গনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে মন্দির কমিটির ব্যবস্থাপনায় রাখি বন্ধন দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানে সমাজের বিভিন্ন বিষয়ের সাথে জড়িত ব্যক্তিদের রাখি পরিয়ে অভিবাদন করেন প্রজাপিতা ব্রক্ষ্মা কুমারীর বোনেরা। অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদেরকেও রাখি এবং উত্তরীয় পরিয়ে অভিবাদন জানানো হয়।

You may also like