বিলোনিয়াঃ
গুটি গুটি পায়ে বিলোনিয়াতে পথচলা শুরু হয় হেলপিং হেন্ডস নামক সামাজিক সংস্থার। সেচ্ছায় রক্তদান, গরীব দুঃখীদের মাঝে অন্ন, বস্ত্র ও দুঃস্থ ছাত্র ছাত্রীদের শিক্ষা সামগ্রী দান সহ আরো অন্যান্য সামাজিক কর্মকাণ্ডে নিয়োজিত রেখে এই সামাজিক সংস্থা বিভিন্ন চড়াই উৎরাই এর মধ্য দিয়ে দেখতে দেখতে কাটিয়ে দিল পাঁচটি বছর । আজ এই সামাজিক সংস্থার বর্ষ পূর্তি উদযাপন করা হয় । এই প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে এক আলোচনা সভা আয়োজিত হয় বিলোনিয়া এক নং টিলা প্রভাতী মার্কেটের সামনে। জেলা মহাকুমা স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুব্রত দাস ও আইসিভি কলেজের অধ্যক্ষ মনোরঞ্জন দাস সহ সামাজিক সংস্থার কর্নধার এই সভায় উপস্থিত ছিলেন । সভায় উপস্থিত অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়ার পর শুরু হয় আলোচনা। অতিথিরা আলোচনা রাখতে গিয়ে এই সামাজিক সংস্থার শ্রী বৃদ্ধি কামনা করে, দুঃস্থ অসহায় মানুষদের জন্য যাতে এই ভাবে কাজ করে যায় তা আশা ব্যক্ত করার পাশাপাশি এই ধরনের কর্মসূচিতে আমন্ত্রন জানানোর জন্য অতিথিরা আপ্লুত হয়ে ধন্যবাদ জানান কর্ম কর্তাদের। আলোচনা শেষে, উপস্থিত দুঃস্থ মানুষদের মধ্যে অন্ন তুলে দেন অতিথিরা সামাজিক সংস্থার কর্মকর্তাদের সাথে।