বিলোনিয়াঃ
সড়ক সুরক্ষায় সচেতনতা মূলক প্রচার ও পথনাটক অনুষ্ঠিত হয় বিলোনিয়া বনকর নদীর উত্তর পাড়ে । জেলা পরিবহন দপ্তরের উদ্যোগে শুক্রবার বিকেলে পাঁচটায় শুরু হয় হয় এই দিনের কর্মসূচি।
সচেতনতামূলক প্রচার ও পথনাটিকায় উপস্থিত ছিলেন জেলার সিনিয়ার এমবিআই শুভজিৎ মজুমদার সহ এম বি আই জহরিয়া এবং মোটর ভেইকেল দপ্তরের অন্যান্য আধিকারিকরা। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে যানবাহন চালক ও উপস্থিত পথচারীদের উদ্দেশ্যে সড়ক সুরক্ষা নিয়ে আলোচনা করেন পরিবহন দপ্তরের আধিকারিকেরা । আলোচনা শেষে গুড সামারিটানের উপর পথনাটক মঞ্চস্থ হয়।
গোটা কর্মসূচির শেষে এমবিআই শুভজিৎ মজুমদার জানান, কোন ব্যাক্তি দূর্ঘটনা কবলে পরলে , আইনের ভয়ে কোন ব্যক্তি সাহায্যের জন্য এগিয়ে আসে না । কিন্তু বর্তমানে ট্রান্সপোর্ট দপ্তরের পক্ষ থেকে বলা দুর্ঘটনাগ্রস্থ কোন ব্যক্তিকে কিংবা ব্যক্তিবর্গ কে যদি কোন ব্যক্তি সহযোগিতার হাত বাড়িয়ে দেন চিকিৎসা পরিষেবা প্রদানের ক্ষেত্রে সেক্ষেত্রে দপ্তরের পক্ষ থেকে উক্ত সাহসী কর্মকাণ্ডের জন্য পুরস্কৃত করা হবে এই ব্যক্তিকে এমনটাই জানালেন পরিবহন দপ্তরের আধিকারিক। পথনাটিকাকে ঘিরে বনকর বাজারে উপস্থিত সাধারণ জনগণের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।