বিলোনিয়াঃ
বাঙালির বারো মাসে তেরো পার্বণ তারই মধ্যে অন্যতম মা মনসা দেবীর পূজা,।বিলোনিয়া শহরের প্রাণকেন্দ্রে পুরাতন মোটর স্ট্যান্ড এলাকায় প্রাচীনতম মা মনসা বাড়ি। আজ সেখানে মহা ধুমধামে অনুষ্ঠিত হচ্ছে নাগ দেবী মা মনসা পূজা ।মনসা বাড়িতে আজ সকাল থেকে চলছে পূজার। বিলোনিয়া শহর এবং শহরতলীর বিভিন্ন প্রান্ত থেকে মায়ের ভক্তরা মা মা মনসার আরাধনায় ব্রতী হয়েছেন। শঙ্খধ্বনী উলু ধ্বনির মধ্য দিয়ে ঢাকের বাজনা বাজিয়ে মায়ের বিগ্রহটি আমলাপাড়া স্থিত বুড়ির পুকুরে স্নান করানো হয়। বছরে একটিমাত্র দিনে মায়ের পুজোর দিনেই মনসা বাড়ি থেকে মায়ের বিগ্রহটি বের করা হয় স্নানের জন্য। রীতি মেনে স্নানের পর আবার মনসা বাড়িতে নিয়ে আসা হয় মায়ের বিগ্রহ শিলা পাথর। এরপর ফুল তুলসী বেলপাতা দিয়ে সুন্দরভাবে মাকে সাজিয়ে তোলার পর শুরু হয় পূজা। আজও তার ব্যাতি ক্রম হয় নি । শহর ও শহরতলীর বিভিন্ন এলাকা থেকে আসা ব্রতীরা যার যার সাধ্য মতো প্রসাদ, ধুপ, মোমবাতি, ফুল,বেল পাতা , দূর্বা সহ নাগ মায়ের জন্য দূধ কলা নিয়ে হাজির হয়েছে মনসা মায়ের বাড়িতে। সকল ভক্তদের সমাগমে ব্রাহ্মনের বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে ব্রতীরা মায়ের চরনে পুষ্পাঞ্জলি প্রদান করেন । মায়ের পূজা ও আরাধনা শেষে ব্রতীদের ও মায়ের দর্শনার্থীদের মাঝে বিতরন করা হয় অন্নভোগ। সারাদিনব্যাপী চলে মনসামঙ্গল পাঠ।