তেলিয়ামুড়াঃ
তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের সার্বিক ব্যাবস্থাপনা’র বিভিন্ন দিক গুলো পর্যবেক্ষণ করার জন্য বৃহস্পতিবার ত্রিপুরা রাজ্য স্বাস্থ্য অধিকর্তা সুপ্রিয় মল্লিকের নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল মহকুমা হাসপাতাল সফর করলেন।
এদিনের এই সফর কালে হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক, অপারেশন থিয়েটার থেকে শুরু করে বিভিন্ন খুঁটি নাটি বিষয় গুলো খতিয়ে দেখে এই প্রতিনিধি দল। বিশেষ করে কিভাবে অতিসত্বর তেলিয়ামুড়া হাসপাতালের প্রস্তাবিত অপারেশন থিয়েটার’কে চালু করা যায় সে ব্যাপারে সার্বিক বিষয় গুলো খতিয়ে দেখলেন সুপ্রিয় মল্লিক সহ অন্যান্যরা।
গোটা বিষয় নিয়ে সাংবাদিকদের সামনে প্রতিক্রিয়া ব্যাক্ত করতে গিয়ে ত্রিপুরা রাজ্য স্বাস্থ্য অধিকর্তা সুপ্রিয় মল্লিক দাবি করেন,, তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের সার্বিক ব্যাবস্থাপনা ঠিকঠাক আছে কিনা বা কত দ্রুততার সাথে অপারেশন থিয়েটার সহ অন্যান্য পরিষেবা চালু করা যায় সেই লক্ষ্যই তাদের এদিনের এই সফর। তবে হাসপাতালের পারিপার্শ্বিক বিভিন্ন অবস্থা থেকে শুরু করে পরিকাঠামোগত বিভিন্ন বিষয় এবং বর্তমান সময়ের পরিষেবাগত বিভিন্ন বিষয়গুলো নিয়ে যে শ্রী মল্লিক সন্তুষ্ট হতে পারেননি তা সরাসরি না বোঝালেও আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন। বিশেষ করে যেভাবে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের একটা অংশ জঙ্গলে পরিপূর্ণ হয়ে গেছে সেই বিষয়টা নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন এই স্বাস্থ্য অধিকর্তা।
তিনি হাসপাতালে কর্মরত যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতে গিয়ে বলেছেন,, সবাই যাতে করে হাসপাতালটাকে নিজের বাড়ির মতো ভেবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। বিশেষ করে আগামী দিনে সঠিকভাবে পরিষেবার মান বিকশিত করে সাধারণ মানুষকে যাতে যথোপযুক্ত সেবা প্রদান করা যায় সে ব্যাপারে সকলকে যথাযথ ভূমিকা পালন করার জন্য শ্রী মল্লিক আহ্বান রাখেন।