Home খেলাধুলা কয়েকবছর পর চড়িলামে ফুটবল ট্যুর্নামেন্ট ঘিরে উদ্দীপনা

কয়েকবছর পর চড়িলামে ফুটবল ট্যুর্নামেন্ট ঘিরে উদ্দীপনা

by News On Time Tripura
0 comment

চড়িলামঃ

চড়িলামে নবনির্মিত মিনি স্টেডিয়ামে চড়িলাম ব্লকের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপনের কর্মসূচি হিসাবে, ‘সুস্থ গ্রাম,নেশা মুক্ত ব্লক’ গঠনের স্লোগানকে সামনে রেখে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় রবিবার। প্রায় একমাস ব্যাপী চড়িলাম ব্লকের অধীন ১৬ টি গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কমিটিকে নিয়ে এই ফুটবল টুর্নামেন্ট আয়োজন চলে । বেশ কয়েক বছর পর চড়িলাম ফুটবলের আসরকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যপক উৎসাহ পরিলক্ষিত হয়। রবিবার ট্যুর্নামেন্টের ফাইনাল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে পদ্মনগর ভিলেজ কমিটির এবং বংশী বাড়ি ভিলেজ কমিটি। উত্তেজনাপূর্ন ফাইনাল ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ৫-৩ গোলে পদ্ম নগর ভিলেজ কমিটি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন শিরোপা দখল করে। ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা চড়িলামে প্রাক্তন বিধায়ক যীষ্ণু দেব্বর্মা। তাঁর তত্বাবধানেই চড়িলামে পন্ডিত দীনদয়াল উপাধ্যায় মিনি স্টেডিয়াম গড়ে উঠেছিল। উপস্থিত ছিলেন চড়িলাম বিএসসি চেয়ারম্যান জাকুলো দেববর্মা, পঞ্চায়ে সমিতি চেয়ারপারসন রাখি দাস কর অন্যান্য অতিথিরা। চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলের হাতে শিরোপা তুলে দেন অতিথিরা। তাছাড়া চড়িলামে ব্যাডমিন্টন এবং টেবিল টেনিস প্রতিযোগিতার বিজয়ীদের হাতেও পুরস্কার তুলে দেওয়া হয় এদিন । মাসব্যাপী এই খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন সমীর ভৌমিক, সুশীল দেববর্ম, চিত্র দেববর্মা এবং বাবুল দাস। তাদের হাতেও সম্মান সূচক স্মারক তুলে দেওয়া হয়।

You may also like

Subscribe

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato