
উদয়পুরঃ
শুক্রবার উদয়পুর স্বাধীনতা দিবসের কর্মসূচির অঙ্গ হিসাবে উদয়পুর পৌর পরিষদের উদ্যোগে জেলা ক্রীড়া দপ্তর এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় উদয়পুর জামতলা টাউন হলের সামনে থেকে এক বাইসাইকেল রেলি কর্মসূচি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা শীতলচন্দ্র মজুমদার, উদয়পুর পৌর পরিষদের সহকারী পৌরপিতা প্রদীপ দেবনাথ, গোমতী জিলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, মহকুমার জেলাশাসক জয়ন্ত ভট্টাচার্য সহ আরো অন্যান্য ব্যক্তিবর্গরা। এদিন বাইসাইকেল রেলি অনুষ্ঠানে শতাধিক ছেলে মেয়ে অংশগ্রহণ করেন। এ সাইকেল রেলি অনুষ্ঠানে ছেলেমেয়েরা অংশগ্রহণ করতে পেরে খুবই আনন্দিত।