চড়িলামঃ
স্বাধীনতার ৭৫ বৎসর পূর্তি উপলক্ষে ভারত সরকারের অভিনব কর্মসূচি ‘মেরি মিট্টি মেরে দেশ’। মিট্টি কো নমন, বীর কা বন্দন । সারা দেশের সঙ্গে পাল্লা দিয়ে ত্রিপুরা রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে। গত ৯ই আগস্ট থেকে এই কর্মসূচির শুভ সূচনা হয়েছে চলবে আগামী ৩০ শে অগাস্ট পর্যন্ত। শুক্রবার এই কর্মসূচিকে সামনে রেখে চরিলাম আর ডি ব্লকের উদ্যোগে চরিলাম লীলা দেব স্মৃতি কমিউনিটি হলে এক মনোক্ষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। চরিলাম ব্লকের আওতাধীন মোট ১১ টি গ্রাম পঞ্চায়েত দশটি এডিসি ভিলেজ থেকে কলস ভর্তি করে যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে মাটি নিয়ে আসে অনুষ্ঠান প্রাঙ্গণে। মোট ২১ টি গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কমিটির সুসজ্জিত মাটি ভর্তি করা কলস গুলি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন চরিলাম ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক রুপন দাশ , এডিশনাল বিডিও অমিতাভ চক্রবর্তী। মোট ২১ টি ভিলেজ এবং গ্রাম পঞ্চায়েতের কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান চরিলাম সমষ্টি উন্নয়ন আধিকারিক রুপন দাস। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে চরিলাম অতিরিক্ত সমষ্টি উন্নয়ন আধিকারিক অমিতাভ চক্রবর্তী বলেন সারা দেশের সঙ্গে আমাদের রাজ্যে ও যথাযোগ্য মর্যাদায় এই অনুষ্ঠান আমরা পালন করছি। এই দেশের জন্য যারা আত্ম বলিদান করেছেন তাদেরকে স্মরণ করে শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের অনুষ্ঠান করছি। আগামী দিনেও আমরা এই দেশের জন্য এই ত্রিপুরার জন্য কাজ করব সবাই সঙ্গবদ্ধ হয়ে।