Home ত্রিপুরা বিদ্যুৎ ও পানীয় জলের জন্য পথ অবরোধ

বিদ্যুৎ ও পানীয় জলের জন্য পথ অবরোধ

by News On Time Tripura
0 comment

ফটিকরায়ঃ আবারও বিদ্যুৎ ও পানীয় জলের জন্য পথ অবরোধ রাজ্যে। তবে ভ্রুক্ষেপও নেই সরকারের। দিকে দিকে জল, বিদ্যুৎ ও রাস্তার জন্য জনরোষ ধরা পরলেও এখনো পর্যন্ত কোন মন্ত্রীকে এই বিষয়গুলি নিয়ে সরব হতে দেখা যায়নি। ভোটের পরে যে আর জনগনের দাবির কোন মুল্য থাকেনা তার প্রমানই মিলছে রাজ্যের দিকে দিকে। আবারও বিদ্যুৎ ও পানীয় জলের দাবি নিয়ে এলাকাবাসীর পথ অবরোধ। এইবার  ঘটনা ফটিকরায় থানাধীন কৈলাশহর-কমলপুর রোডের বিকল্প  ২০৮ নম্বর জাতীয় সড়কের ডেমডুম এলাকায় । বৃহস্পতিবার সকাল ১১ টায় পথ অবরোধের ফলে জাতীয় সড়কে জানজটের সৃষ্টি হয়।  জানা যায় ডেমডুম এলাকায় বিগত কয়েকদিন ধরে এলাকায় বিদ্যুৎ না থাকায়  পানিয়  জলের সমস্যা দেখা দিয়েছে।

আর এর প্রতিবাদে সরকারকে জানান দিতে স্থানীয় এলাকাবাসীরাও পথ অবরোধের অস্ত্র হাতে নেয়। তবে এইবারও বিদ্যুৎ ও পানীয় জল দপ্তরের আধিকারিকদের ক্ষনিকের সান্ত্বনায় অবরোধমুক্ত হলেও, আসল সমস্যার সমাধান আদৌ হবে কিনা সেই বিষয়ে সন্দেহ থেকেই যাচ্ছে।

You may also like

Subscribe

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato