Home Uncategorized বিদেশী পর্যটকদের কাছে রাজ্যের মুখ পুড়ল

বিদেশী পর্যটকদের কাছে রাজ্যের মুখ পুড়ল

by News On Time Tripura
0 comment

তেলিয়ামুড়াঃ বাংলাদেশী পর্যটকের কাছে নাক কাটল রাজ্যের। রাজ্যের ছিনতাইবাজদের দৌরাত্মে প্রয়োজনীয় নধিপত্র সহ নগদ অর্থ খোয়াল দুই বাংলাদেশী পর্যটক। ঘটনা তেলিয়ামুড়া রেল ষ্টেশনে বৃহস্পতিবার বিকেলে।  আশরাফ হোসেন এবং মাহমুদুল্লাহ হাসান নামের দুই বাংলাদেশি পর্যটক ভ্রমনের জন্য ভারতে এসেছিলেন চলতি মাসের ৫ তারিখ। ভারতে অবস্থানকালে শিলং, গৌহাটি সহ বিভিন্ন জায়গাতে ভ্রমণ করেছেন এই দুই পর্যটক। অবশেষে আগরতলা হয়ে বাংলাদেশ ফিরে যাবার পথে ঘটল অঘটন। অভিযোগ, ট্রেনে করে যাওয়ার সময় তেলিয়ামুড়া রেলস্টেশনে ঢোকার একটু আগে চলতি ট্রেন থেকে অজ্ঞাত পরিচয় এক যুবক তাদের ব্যাগ ছিনিয়ে পালিয়ে যায়।

ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে যায় ভারতের সম্পর্কে ইতিবাচক মানসিকতা নিয়ে ঘুরতে আসা দুই তরুণ বাংলাদেশী পর্যটক। এরপর স্থানীয়দের সহায়তায় তেলিয়ামুড়া থানায় এসে সংশ্লিষ্ট ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেন দুই বাংলাদেশী পর্যটক। আমাদের প্রতিনিধির কাছে জানান চুরি হওয়া তাদের ব্যাগে আন্তর্জাতিক এ.টি.এম কার্ড সহ তাদের প্রয়োজনীয় বেশ কিছু কাগজপত্র এবং ভারত ও বাংলাদেশের কিছু টাকা ছিল।

তবে একদিকে রাজ্যের পর্যটন কেন্দ্রের জন্য সৌরভ গাঙ্গুলীকে ব্র্যান্ড আম্বাসেডার বানাচ্ছে রাজ্য পর্যটন দপ্তর, আর অন্যদিকে রাজ্যে গজিয়ে উঠা চুরি-ছিন্তাইবাজদের দৌরাত্মে এই রাজ্যের প্রতি অনীহা তৈরী হতে পারে দেশ-বিদেশের পর্যটকদের মধ্যে।

You may also like