বিশালগড়ঃ ১৫ কিলোমিটার ড্রেন নির্মানের অনুমোদন রয়েছে বিশালগড় পুর পরিষদে। তবে এখনো পুর এলাকার নিষ্কাসনি ব্যবস্থা নিয়ে কোন উদ্যোগ নেই বিশালগড় পুর পরিষদের। আর এই বর্ষায় যার খেসারত দিতে হচ্ছে পুরবাসীদের । জল নিষ্কাসনি ব্যবস্থা না থাকার কারনে পুর এলাকার প্রায় প্রানকেন্দ্রে একটি বেসরকারী স্কুল সহ বেশ কয়েকটি পরিবারের নাজেহাল অবস্থা। বাড়ি থেকে বেড় হবার জো নেই এই পরিবারগুলির।
বিশালগড় মোটরস্ট্যান্ডের বিপরীত পাশে শ্যামাপ্রসাদ মুখার্জী মোড় এলাকায় বেশ কয়েকটি বাড়ির ভিতরে জল প্রবেশ করেছে। শুধু তাই নয়, এই এলাকার একটি বেসরকারী বিদ্যালয়ে পর্যন্ত জল প্রবেশ করেছে। কচিকাঁচা ছাত্রছাত্রীদের পর্যন্ত স্কুলে প্রবেশ করার কোন পথ নেই।
আর এইসবের জন্য একমাত্র কারন জল নিষ্কাশনি ব্যবস্থার অভাব। আগে থেকেই প্রায় পনের কিলোমিটারের মত ড্রেন নির্মানের অনুমোদন থাকলেও কি কারনে পুর পরিষদ বিশালগড় পুর এলাকায় জল নিষ্কাশনি ব্যবস্থা স্বাভাবিক করতে উদ্যোগী হচ্ছেনা তা নিয়ে পুরবাসীদের মনে উঠছে প্রশ্ন।