ধর্মনগরঃ
মাধ্যমিক বিদ্যালয়কে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে রুপান্তরিত করতে পথে বসলো উত্তর ত্রিপুরা জেলার তারকপুর মাধ্যমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল আটটা থেকে সকাল দশটা পর্যন্ত চলে শিক্ষার্থীদের পথ অবরোধ।পরে কদমতলা থানার পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে শিক্ষার্থীরা। ঘটনা কদমতলা বাজার লাগোয়া ট্রাফিক পয়েন্ট সংলগ্ন স্হানে। জানা গেছে, এদিন সকাল আটটা নাগাদ তারকপুর মাধ্যমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা আচমকা কদমতলা বাজার লাগোয়া কদমতলা -চুরাইবাড়ি,কদমতলা-তারকপুর ও কদমতলা – ধর্মনগর সড়কের সংযোগ স্হল কদমতলা ট্রাফিক পয়েন্ট এলাকায় পথ অবরোধ করে বসে। অবরোধকারী শিক্ষার্থীদের দাবি তারকপুর মাধ্যমিক বিদ্যালয়কে উচ্চতর মাধ্যমিকে উন্নতিকরন করা। কেননা, প্রত্যন্ত এলাকা তারকপুরে একটি মাত্র মাধ্যমিক বিদ্যালয়। তাছাড়া মাধ্যমিক পাশ করার পর গরীব ছাত্র ছাত্রীরা কয়েক কিলোমিটার দূরে গিয়ে অন্য স্কুলে পড়াশোনা করা দুষ্কর হয়ে দাঁড়িয়েছে।অনেকে টাকা পয়সার কারনে পড়াশোনা মাঝপথে থামিয়ে দিতে হচ্ছে। তাই তারকপুর মাধ্যমিক বিদ্যালয়টিকে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে রুপান্তরিত করার দাবি ছিল দীর্ঘ দিনের।সেই দাবিতে একাধিক আন্দোলন ও পথ অবরোধ করা হয়েছিল কিন্তু আজ পর্যন্ত শিক্ষার্থীদের দাবি সেই তিমিরেই রয়ে গেল।তাই নিরুপায় হয়ে আবারো পথ অবরোধে বসতে হলো শিক্ষার্থীদের। এদিকে ঘটনার খবর পেয়ে অবরোধ স্হলে ছুটে আসেন কদমতলা থানার এসআই পীযুষ সাহা সহ পুলিশ কর্মীরা। পুলিশ দীর্ঘ সময় পথ অবরোধকারী শিক্ষার্থীদের বোঝিয়ে আশ্বস্ত করে যে, তাদের দাবি সংশ্লিষ্ট দপ্তরের গোচরে দেওয়া হবে। অবশেষে পুলিশের আশ্বাসে আশ্বস্ত হয়ে সকাল দশটা নাগাদ কোমলমতি শিক্ষার্থীরা তাদের পথ অবরোধ প্রত্যাহার করে। দীর্ঘ দুই ঘন্টা পথ অবরোধের ফলে জন দূর্ভোগ পোহাতে হয় চরমে।