তেলিয়ামুড়াঃ
বিধায়িকা কল্যাণী সাহা রায়ের হাত ধরে তেলিয়ামুড়ায় বুকে প্রথমবারের মতো পথচলা শুরু করলো AIRTEL 5G PLUS। সোমবার এক সংক্ষিপ্ত পরিসরে আনন্দ ঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে কেক কেটে আত্মপ্রকাশ করল AIRTEL 5G PLUS।
উল্লেখ্য থাকে,, বর্তমান যুগে মানুষজন প্রায় প্রতিদিন বিভিন্ন নিত্য নতুন প্রযুক্তি ব্যাবহার করে সাফল্যের চরম শিখরে পৌঁছাচ্ছে। এর থেকে বাদ যায়নি ভারতের এক নির্ভরযোগ্য মোবাইল নেটওয়ার্ক AIRTEL। বর্তমানে 4G থেকে আপডেট হয়ে গ্রাহকদের কাছে আরও বেশি করে সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে 5G-র আত্মপ্রকাশ। ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী সাহা রায় কেক কেটে উদ্বোধন করে তেলিয়ামুরায় AIRTEL 5G PLUS-এর। তাছাড়া এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে AIRTEL পক্ষে উপস্থিত ছিলেন ZMR সাতকরি বাগচী,সহ তেলিয়ামুড়ার কর্ণধার সুমন সাহা সহ অন্যান্য’রা।