Home ত্রিপুরা মিশন ইন্দ্রধনুষ দক্ষিন জেলা ভিত্তিক অনুষ্ঠান বিলোনীয়া মহকুমা হাসপাতালে

মিশন ইন্দ্রধনুষ দক্ষিন জেলা ভিত্তিক অনুষ্ঠান বিলোনীয়া মহকুমা হাসপাতালে

by News On Time Tripura
0 comment

বিলোনিয়াঃ

মিশন ইন্দ্রধনু – 5.O – ২০২৩ জেলা ভিত্তিক উদ্বোধন উদযাপন উপলক্ষে দক্ষিণ ত্রিপুরা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে বিলোনিয়া মহকুমার হাসপাতালের কনফারেন্স হলে অনুষ্ঠিত হলো এক বিশেষ অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে নিয়মিত টিকাকরণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , চেয়ারপারসন BMC শ্রী নিখিল চন্দ্র গোপ মহোদয়, দক্ষিণ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ সুব্রত দাস, জেলা টিকাকরণ আধিকারিক ডঃ বিতান সেনগুপ্ত বিলোনিয়া মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডঃ বিমল কলই ও ডঃ উত্তম দাস মহোদয় প্রমুখ। এই বিষয়ে আলোচনা করতে গিয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ সুব্রত দাস বলেন,
টিকাকরণ শিশুকে বিভিন্ন রোগ থেকে প্রতিরোধ করে তাই intensifi mission ইন্দ্রধানুষ 5.O কর্মসূচির মাধ্যমে সম্পন্ন বিনামূল্যে পাঁচ বছর বয়স পর্যন্ত টিকা নেওয়া থেকে বাদ যাওয়া নির্দিষ্ট টিকাকরণ সম্পন্ন না করা শিশু এবং গর্ভবতী মহিলাদের টিকাকরণ নিশ্চিত করুনintensifi mission ইন্দ্রধনুষ 5.O সারা রাজ্য জুড়ে চলবে তিনটি রাউন্ডের মাধ্যমে এই অভিযানের প্রথম রাউন্ড 7 থেকে 12 ই অগাস্ট দ্বিতীয় রাউন্ড 11 থেকে 16 সেপ্টেম্বর এবং তৃতীয় রাউন্ড 9 থেকে 14 অক্টোবর 2023 পর্যন্ত অনুষ্ঠিত হবে সমস্ত সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে এবার intensifi mission ইন্দ্রধানুষ 5.O সঙ্গে যুক্ত হয়েছে U-Win পোর্টাল এই U-Win পোর্টালে নিজে বা স্বাস্থ্যকর্মীর সাহায্যে রেজিস্ট্রেশন করে অথবা টিকা করণ কেন্দ্রে সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন করে সম্পূর্ণ বিনামূল্যে সম্পূর্ণ গর্ভবতী মহিলার টিকাকরণ নিশ্চিত করুন টিকাকরণের পর রেজিস্টার করা নম্বরে ই সার্টিফিকেট জেনারেট হবে পরবর্তী টিকার সময়সূচী ও পেয়ে যাবেন বিস্তারিত জানতে নিকটবর্তী সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন।

You may also like

Subscribe

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato