Home ত্রিপুরা Manik Sarkar – প্রয়াত দলীয় কর্মীকে শেষ শ্রদ্ধা জানালেন মানিক সরকার

Manik Sarkar – প্রয়াত দলীয় কর্মীকে শেষ শ্রদ্ধা জানালেন মানিক সরকার

by News On Time Tripura
0 comment

বামুটিয়া:

৩ নং বামুটিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সিপিআইএম নরসিংগড় অঞ্চল কমিটির সদস্য এবং টি জি টি এ নরসিংগড় ইউনিটের প্রাক্তন সভাপতি বর্তমানে সিপিআইএম নরসিংগড় অঞ্চল কমিটির সদস্য আউত বিহারী বিন দীর্ঘ্য বার্ধক্য জনিত কারণে আজ শেষ নিশ্বাস ত্যাগ করেন।উনার বয়স হয়েছিল ৬৭ বছর।উনার পরিবারে ৫ সন্তান,স্ত্রী রয়েছে।উনার প্রয়াণের খবর পেয়ে উনার নরসিংগড় বিন পাড়া স্থিত বাসভবনে গিয়ে শেষ শ্রদ্ধা জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বুধবার।এই সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ছাড়াও ৩ নং বামুটিয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক নয়ন সরকার,সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সদস্য স্বপন দেব,সিপিআইএম নরসিংগড় অঞ্চল কমিটির সমস্ত নেতৃত্ব এবং স্থানীয় সিপিআইএম কর্মী সমর্থকরা উনাকে শেষ শ্রদ্ধা জানান।এই নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন প্রায়ত আউত বিহারী বিন সিপিআইএম এর খুব পুরোনো দায়িত্বশীল রাজনৈতিক সংগঠক ছিলেন।উনার প্রয়াণ তাদের পরিবারের জন্য যেমন ক্ষতি তেমনি এই এলাকার গরীব, মেহনতী,মধ্যবিত্ত মানুষের যে সংগ্রাম,সেই সংগ্রামের ক্ষতি।এবং তিনি আশা ব্যক্ত করেন উনার অবর্তমানে সবাই উনার শূন্যস্থান পূরণ করার জন্য এগিয়ে আসবে।

You may also like

Subscribe

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato