Home ত্রিপুরা সীমান্ত গ্রাম কমলাসাগরে সাংস্কৃতিক কর্মশালা ঘিরে উৎসাহ

সীমান্ত গ্রাম কমলাসাগরে সাংস্কৃতিক কর্মশালা ঘিরে উৎসাহ

by News On Time Tripura
0 comment

কমলাসাগরঃ

আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে ৭৫ সীমান্ত গ্রাম ক্রান্তি বীরো কে নাম কর্মসূচির অঙ্গ হিসাবে কমলাসাগর গ্রাম পঞ্চায়েত ভিত্তিক সাংস্কৃতিক কর্মশালা সম্পন্ন হয়। বুধবার কমলাসাগর মুক্ত মঞ্চে সাতদিন ব্যাপি সাংস্কৃতিক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রাপ্ত শিল্পীরা দেশাত্মবোধক সংগীত নৃত্য নাটক পরিবেশন করেন। কর্মশালার সমাপনী অনুষ্ঠানের উদ্বোধন করেন সিপাহীজলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত। এছাড়া উপস্থিত ছিলেন সমাজসেবক গৌরাঙ্গ ভৌমিক, জেলা পরিষদের সদস্য বিশ্বজিৎ সাহা, স্থানীয় গ্রাম প্রধান চন্দন সরকার প্রমুখ। দেবিপুর দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে সাতদিন ব্যাপি কর্মশালায় স্থানীয় ছাত্র ছাত্রীরা ব্যপক উৎসাহ উদ্দীপনায় দেশাত্মবোধক সঙ্গীত নৃত্য নাটক প্রশিক্ষণ নিয়েছে। সমাপনী অনুষ্ঠানের উদ্বোধক জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত বলেন বীর স্বাধীনতা সংগ্রামীদের স্মরণের মাধ্যমে সীমান্ত গ্রামে দেশাত্মবোধ জাগ্রত করতে এই কর্মসূচি হাতে নেয়া হয়েছে ।

এদিন প্রশিক্ষণ প্রাপ্ত শিল্পীদের সংশাপত্র প্রদান করা হয়। এছাড়া কমলাসাগর বিধানসভার রাধানগর গ্রাম পঞ্চায়েতে সাত দিন ব্যাপি সাংস্কৃতিক কর্মশালা সম্পন্ন হয়। মঙ্গলবার কোনাবন কলোনি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রাপ্ত শিল্পীরা দেশাত্মবোধক সঙ্গীত নৃত্য নাটক পরিবেশন করেন। এছাড়া অঙ্কন শেখানো হয়েছে ছাত্র ছাত্রীদের। কর্মসূচির অঙ্গ হিসাবে ওয়াল পেইন্টিং করা হয়। কোনাবন কলোনি উচ্চ বিদ্যালয়ে কর্মশালার সমাপনী অনুষ্ঠানের উদ্বোধন করেন সিপাহীজলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত। এছাড়া ছিলেন বিশিষ্ট সমাজসেবক গৌরাঙ্গ ভৌমিক, জেলা পরিষদের সদস্য বিশ্বজিৎ সাহা, মহকুমা তথ্য আধিকারিক কাকলি ভৌমিক প্রমুখ। সাংস্কৃতিক কর্মশালায় অংশগ্রহনকারীরা ছাত্র ছাত্রীদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।

You may also like

Subscribe

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato