ধর্মনগরঃ
শুক্রবার উত্তর জেলার চারটি মুসলিম সংঘটন যৌথভাবে ইউনিফর্ম সিভিল কোড তথা অভিন্ন দেওয়ানি বিধি লাগু করার বিরুদ্ধে গর্জে উঠলো।এদিন সন্ধ্যা পাঁচটা নাগাদ ঝেরঝেরী এলাকায় এক সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরা আহলুস সুন্নাত ওয়াল জমাত, ত্রিপুরা ইমাম এসোসিয়েশন, ত্রিপুরা রাজ্য নদওয়াতুত্ তামীর ও ধর্মনগর জিলা জমিয়ত উলামা সংগঠনের নেতৃত্বরা অভিন্ন দেওয়ানি বিধির বিরুদ্ধে প্রতিবাদ করেন।এদিন সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা রাজ্য নদওয়াতুত্ তামীর এর সভাপতি মৌলানা মুহাম্মদ আবদুল্লাহ বলেন,ভারত সরকার কর্তৃক ইউনিফর্ম সিভিল কোড তথা অভিন্ন দেওয়ানি বিধি লাগু করার ব্যাপারে গৃহীত সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ বিভিন্ন জাতি উপজাতি জনগোষ্ঠীর মানুষ জানাচ্ছেন।ভারত সরকার এই আইন দেশ জুড়ে প্রণয়ন করতে চাইছে এবং ভারতীয় লো বোর্ড দেশের মানুষের কাছে তার মতামত জানতে চাইছে।এতে অল ইণ্ডিয়া মুসলিম পার্সোনাল লো বোর্ড এর বিরোধিতা করে প্রতিবাদ মুখর হয়েছে। মুসলিম সম্প্রদায়ের মানুষ ছাড়াও বিভিন্ন ধর্মাবলম্বী সম্প্রদায়ের মানুষ ইমেইলের মাধ্যমে প্রতিবাদ করছেন। ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ দেশ তাই দেশের প্রতিটি জাতি জনগোষ্ঠী, আদিবাসী ও জনজাতি সম্প্রদায়ের মানুষ তার স্বাধীনতা, বৈশিষ্ট্য ও সক্রিয়তা নিয়ে বসবাস করতে পারে এই দাবি রাখছে মুসলিম সম্প্রদায়ের চারটি সংঘটন। শুধুমাত্র মুসলিম জনসাধারণ এই অভিন্ন দেওয়ানি বিধির বিরুদ্ধে প্রতিবাদ করছে এমন নয়।এর বিরুদ্ধে প্রতিবাদ করছে মেঘালয় , নাগাল্যান্ড, অরুনাচল,মিজোরাম, তেলেঙ্গানা ও পাঞ্জাব সরকারও। তাছাড়া বিজেপি শাসিত অরুনাচল রাজ্যের ২৬ টি জনগোষ্ঠীর যৌথ মঞ্চ ইউনিফর্ম সিভিল কোডের বিরুদ্ধে প্রতিবাদ করছেন।এদিন তাঁরা সভার আয়োজন করে কেন্দ্রীয় সরকারের এহেন নীতি প্রণয়নের বিরোধিতা করেন।এই আইন লাগু হলে কিছু সংখ্যক জাতি গোষ্ঠীর ধর্মীয় স্বাধীনতা হরণ করা হবে।সেই নিরিখে মুসলিম লোকেরাও এটার বিরোধিতা করছেন।এটা আমাদের ধর্মীয় সংস্কৃতি ও ঐতিহ্যের বিরোধী হবে।তিনি আরও বলেন মুসলিম সম্প্রদায়ের মানুষের স্বকীয় একটা পরিচিতি রয়েছে।আর এটা আমরা কোন ভাবে ক্ষুন্ন হতে দেব না।ফলে এটা কখনোই গ্রহণীয় হবে না,কারণ এই আইন ধর্মীয় স্বাধীনতা খর্ব করবে।আর যদি ভারত সরকার এই বিধি লাগু করে নেয় তাহলে গণতান্ত্ৰিক পদ্ধতিতে সংবিধান মেনে আন্দোলন করা হবে। এদিকে এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের সভাপতি মৌলানা সৈয়দ ওলায়ৎ হুসাইন, ত্রিপুরা ইমাম এসোসিয়েশন সভাপতি মৌলানা হাফিজ ফকর উদ্দিন, ত্রিপুরা রাজ্য নদওয়াতুত্ তামীর এর সভাপতি মৌলানা মুহাম্মদ আবদুল্লাহ, ধর্মনগর জিলা জমিয়ত উলামায় হিন্দের সাধারণ সম্পাদক আব্দুল ছবুর সহ ইসলামিক বুদ্ধিজীবীরা।