বিশ্রামগঞ্জঃ
মন্ত্রী সুধাংশু দাস রাজ্যের সবকয়টি জেলায় গিয়ে তার অধীনস্থ দপ্তরগুলির কাজের গতি পরিদর্শন এবং পর্যালোচনা করছেন। বৃহস্পতিবার মন্ত্রী ছিলেন সিপাহীজলা জেলায়। বিশ্রামগঞ্জে সিপাহীজলা জেলা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে হয় পর্যালোচনা সভা। মন্ত্রী সুধাংশু দাসের সাথে সভায় উপস্থিত ছিলেন জেলা সভাধীপতি সুপ্রিয়া দাস দত্ত, বিশালগড়-নলছড় এবং কমলাসাগরের বিধায়কগন, মহকুমা শাসক ডাঃ বিশাল কুমার সহ বিভিন্ন দপ্তরের আধকারিক ও জন প্রতিনিধিরা। মুলত প্রানী সম্পদ বিকাশ দপ্তর, ফিশারী এবং তপশীলি জাতি কল্যান দপ্তরের অধীন সিপাহীজলা জেলায় বিভিন্ন কাজের বিবরন পেশ করেন সংশ্লিষ্ট আধিকারিকরা। মন্ত্রী সুধাংশু দাস বলেন সরকারী যেকোন প্রকল্প এবং কাজের গুনগতমান বজায় রাখতে হবে এবং তারই সাথে সাধারণ মানুষের কাছে সময়মত পরিষেবা তুলে দিতে হবে। তার অধীনস্থ দপ্তরগুলির তিনি বছরব্যাপী তত্যাবধান করবেন। আর তাই জন্য সমস্ত আধিকারিকদের দুর্নীতিমুক্ত পরিবেশ এবং ধনাত্মক মানসিকতায় কাজ করার পরামর্শ দেন মন্ত্রী সুধাংশু দাস।