Home Uncategorized “বিপদজনক”- হঠাৎ নদীতে ভেঙ্গে পড়ল ইলেক্ট্রিক টাওয়ার, বাড়িঘরে আগুন !

“বিপদজনক”- হঠাৎ নদীতে ভেঙ্গে পড়ল ইলেক্ট্রিক টাওয়ার, বাড়িঘরে আগুন !

by News On Time Tripura
0 comment

ফটিকরায়ঃ

বুধবার ১২টা নাগাদ  ফটিকরায় থানাধীন পুর্ব রাতাছড়া গ্রাম পঞ্চায়েতের ৪চনং ওয়ার্ডে মনুনদীর উপর একটি বৈদ্যুতিক টাওয়ার ভেঙ্গে পড়ে। সাথে সাথেই এলাকার বহু মানুষের বাড়িতে আগুন ধরে যায়। পরে এলাকাবাসীদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাযটি বড়সড় বিপত্তি থেকে অল্পতে রক্ষা পায়।   

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর  পক্ষ থেকে জোরালো দাবি উঠছে  ওই এলাকা থেকে এই টাওয়ার লাইন দ্রুত সরানোর হোক। এর আগেও বহুবার টাওয়ার কোম্পানির কাজে থাকা ঠিকাদারদের এলাকার মানুষ বারবার বলা সত্ত্বেও তাদেরকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে  এ সমস্ত কাজকর্ম চালিয়ে যাচ্ছে  টাওয়ারের  কাজের ঠিকাদার। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীদের মধ্যে  সঙ্গে সঙ্গে মুহূর্তে চাঞ্চল্য  ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়

You may also like