সোনামুড়াঃ
তার হাত ধরেই ২০১৬ সালের জানুয়ারি মাসে উদ্বোধন হয়েছিল সোনামুড়ার শ্রীমন্তপুর সুসংহত আন্তর্জাতিক স্থল বন্দরটির নুতন তথা বর্তমান পরিকাঠামোর। তখন তিনি ছিলেন দেশের বাণিজ্যমন্ত্রী। এখন তিনি দেশের অর্থমন্ত্রী। শনিবার বন্দরটি পরিদর্শনে ফের আসছেন নির্মলা সীতারমন। তারই চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি চলছে শুক্রবার। আর কয়েক ঘন্টা পর শ্রীমন্তপুরের ভারত -বাংলাদেশ ইন্টিগ্রেটেড চেক পোস্ট পরিদর্শন করবেন রাজ্যে সফররত দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।তার আগমনকে কেন্দ্র করে প্রস্তুতি ক্ষতিয়ে দেখার জন্য আজই দিল্লি থেকে সোনামুড়ার শ্রীমন্তপুরে এসেছেন ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান আদিত্য মিশ্রা। তার সঙ্গে ছিলেন ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার ম্যানেজার দেবাশীষ নন্দী , শ্রীমন্তপুর স্থল বন্দরের ইনচার্জ প্রদীপ সাহা প্রমুখ। দেবাশীষ নন্দী জানিয়েছেন সকাল সাড়ে ৮ টায় এই স্থল বন্দরটিতে আসার কথা রয়েছে ভারতের অর্থমন্ত্রীর। ঘুরে দেখবেন এই বন্দরটির পরিষেবা। দু-দেশের নৌ চুক্তি অনুযায়ী জলপথে মালালাম আনা নেওয়ার জন্য যে অস্থিয়ী জে.টি নির্মাণ করা হয়েছে তাও পরিদর্শন করবেন কেন্দ্রীয়
অন্যদিকে আজ দুদেশে আসাযাওয়া করা যাত্রীদের সুবিধার্থে স্থল বন্দরটিতে বৈদেশিক মুদ্রা বিনিময় কেন্দ্রের উদ্বোধন হয়েছে ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যানের হাত ধরে বেসরকারি সংস্থা Solidus Forex limited পরিচালনায় থাকবে এই মুদ্রা বিনিময় কেন্দ্রটির।