করইলংঃ
দিকে দিকে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের বিরুদ্ধে অভিযান জারি রয়েছে। এবার তেলিয়ামুড়াতে একই দিনে দু দুটি জায়গায় হুক লাইন বিরোধী অভিযান চালিয়ে ব্যাপক সফলতা অর্জন করে বিদ্যুৎ নিগম।
ঘটনার বিবরণ দিতে গিয়ে তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের এক নম্বর ডিভিশন এর ম্যানেজার দাবি করেছেন আজ সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে স্থানীয় করইলং এলাকার একটা বাড়িতে হুক লাইন বিরোধী অভিযান সংঘটিত করে এবং এই অভিযানের পরিপ্রেক্ষিতে হুক লাইন ছিন্ন করা সহ সংশ্লিষ্ট বাড়ি থেকে একটা বৈদ্যুতিক মোটর বাজেয়াপ্ত করা হয়। পাশাপাশি আরও দাবি করা হয়েছে হদ্রই বাজারে অভিযান সংঘটিত করার মধ্য দিয়ে ১৫ থেকে ১৬ টা হুক লাইনের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং ফ্রিজ, টিভি সহ বেশ কিছু সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে, সব মিলিয়ে প্রায় 60 থেকে 70 হাজার টাকার সামগ্রী আজকের এই অভিযানের মধ্য দিয়ে নিগম বাজেয়াপ্ত করেছে বলে ম্যানেজার বাবু দাবি করেছেন। তিনি জানিয়েছেন আজকের এই অভিযানে নিগমের বিভিন্ন স্তরের কর্মীরা ছাড়াও পুলিশ প্রশাসনও সাথে ছিল এবং আগামী দিনেও অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের বিরুদ্ধে নিগমের এরকমের অভিযান জারি থাকবে বলে দাবি করা হয়েছে।