ধর্মনগরঃ
বুধবার উত্তর জেলার ধর্মনগর বিবিআই মাঠে ৭৪ তম রাজ্যভিত্তিক বন মহোৎসব আয়োজন করা হয়েছিল। তাছাড়া এদিন দুপুরে বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে আগর বানিজ্য করেন দুদিন ব্যাপী আগর কনক্লেব অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে যথারীতি ধর্মনগরে উপস্থিত হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। কিন্তু বক্সনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শামসুল হকের অকাল প্রয়াণে সাংবিধানিক নিয়ম অনুযায়ী সমস্ত সরকারি অনুষ্ঠান বাতিল করা হয়।তাছাড়া ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বিধায়কের মৃত্যুতে শোক প্রকাশ করে সাংবিধানিক নিয়ম অনুযায়ী সমস্ত সরকারি অনুষ্ঠান বাতিল বলে ঘোষণা করেন।