
বিলোনিয়া:
বিলোনিয়ার বিশিষ্ট সাংবাদিক সুমন নাগের পিতৃ বিয়োগ । প্রয়াত: বিলোনিয়ার বিশিষ্ট সাংবাদিক তথা বিলোনিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি সুমন নাগের পিতা । সুমন নাগ প্রতিবাদি কলম পত্রিকার বিলোনিয়া প্রতিনিধি । সুমন নাগের পিতার নাম প্রয়াত মধু সুধন নাগ । শনিবার সকাল ৭ঃ১৫ মিনিটে বিলোনীয়া মহকুমা হাসপাতালে বার্ধক্য জনিত কারণে পরলোক গমন করেন। উনি কর্মজীবনে সুনামের সাথে ত্রিপুরা সরকারের কৃষি দপ্তরে চাকুরী করতেন, নিজ দায়িত্ব সুনাম ও দক্ষতার সঙ্গে পালন করে গেছেন। মৃত্যুকাল ওনার বয়স হয়েছিল ৮২ বছর। শনিবার সকাল বেলায় ওনার শারীরিক অবস্থা অবনতি হওয়ার কারণে সাথে সাথে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বিলোনীয়া মহকুমা হাসপাতালে, চিকিৎসারত অবস্থায় হাসপাতালে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এরপর মরদেহ নিয়ে আসা হয় বিলোনিয়া বনকর সুকান্ত নগর স্থিত নিজ বাসভবনে। সেখানে উনাকে সম্পূর্ণ ধর্মীয় রীতি নিতি মেনে নিজ বাসভবনে ওনার শেষকৃত্য্যা সম্পন্ন করা হয়। বিলোনিয়া প্রেসক্লাব এবং সকল সাংবাদিকদের পক্ষ থেকে ওনার বিদেহী আত্মার প্রতি চিরশান্তি কামনা করে ফুল ও মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এবং পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।ওনার মৃত্যুর খবর পেয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব তথা বিলোনিয়ার বিধায়ক দীপঙ্কর সেন সিপিআইএম বিভাগীয় কমিটির সম্পাদক তারপর দত্ত, বিজেপির মন্ডল সভাপতি গৌতম সরকার বিলোনিয়া প্রেসক্লাব সভাপতি স্নেহাশিস চক্রবর্তী, সম্পাদক নারায়ণ সুর সহ সকল সাংবাদিকরা ছুটে আসে এবং শ্রদ্ধা জানান। মৃত্যুকালে উনি রেখে গেছেন ওনার সহধর্মিনী, এক মাত্র পুত্র, এক কন্যা, পুত্রবধু, জামাতা, নাতি নাতনি আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব এবং অসংখ্য গুণমুগ্ধকর শুভানুধ্যায়ীদের।